ঠিকানা কলমে ফাহিয়া হক ইন্নি
ঠিকানা কলমে ফাহিয়া হক ইন্নি ঠিকানাটা একই আছে । এখনো জোৎস্না রাতে চাঁদের আলো ঘরে আসে, শিউলি গাছের ডালে সুখ পাখিটা রোজ বসে। পাশের বাড়ির ছোট্ট মেয়েটির আজ বিয়ে, জানতে চায় লোকে কেন আছি এখনো চিরকুমারী হয়ে? আমারো হয়েছিলো বিয়ে, বলিনি লোকলজ্জার ভয়ে। তা যে হয় নি কোনো দলিল দিয়ে, হয়েছিলো দুটি মন নিয়ে। যাইহোক […]