অতন্দ্র প্রহরী কলমে ফয়সাল আবছার
অতন্দ্র প্রহরী ফয়সাল আবছার আমি সৈনিক, আমি অদম্য। আমার মনোবলকে পাহাড়ের সাথে বেধেঁ দিয়েছি। দু’জনেই দু’জন কে আঁকড়ে ধরেছে, পাথরে পাথর চিনে, অপ্রসন্নতার পরাধীনতাও সে কথা জানে, তার উদারতা একজন দেশপ্রেমীর শানে। আমি সৈনিক, আমি মহাপ্রলয়। আমার শব্দহীন পাদচারণ, দেশদ্রোহীর মনে ভয়ের সঞ্চারণ, শত্রুর মনে দহনী-কম্পন, উৎসুক বিশ্বাসঘাতকের মরণ, সৈনিকের আঘাতের চিহ্ন রাখবে স্মরণ। আমি […]