আমলের ফুল কলমেঃ ফারহানা মরিয়ম
আমলের ফুল কলমেঃ ফারহানা মরিয়ম আর কোন শখ নেই নেই দাবি দাওয়া চলে গেলে আয়োজন সব কিছু হাওয়া। পড়ে রবে বাড়ি গাড়ি, আত্মীয় সাথী। আমলই জ্বালাবে কালো কবরেতে বাতি। দ্বীনকে উপরে রাখা নয়রে বিবাদ, ধরার ধোঁকায় পাবো হাজার বিষাদ। যা কিছু হয়েছে ভুলে আশা বুকে বাঁধি। কান্না না আসলেও ভান করে কাঁদি। পরকালের ভাবনায় দিলে […]