ছোটবেলা ভালো
ছোটবেলা ভালো ফাতেমা আক্তার বিথী ছোটবেলায় ছিলাম আমি ফুটফুটে এক শিশু, বুঝতাম না এই স্বার্থপর পৃথিবীর কিছু। মানুষের কষ্টে চোখ ভিজে যেত জলে, অবুঝ ছিলাম বলে। মানুষকে ভালোবাসতাম খুব করে, বুঝতাম না স্বার্থপরতার মানে। চাকচিক্যের মায়ায় পড়তাম বারবার, মুখোশের আড়ালে লুকোনো মানুষেদের ইচ্ছে হয়নি জানার। নুন পান্তা আনতাম ধার করে, খেতাম তা পেট ভরে। একাকিত্বতা […]