মারজিয়া শাহনাজ জেসি

কবিতার চোখে জল কলমে মারজিয়া শাহনাহ জেসি

কবিতার চোখে জল মারজিয়া শাহানাজ জেসি মস্তিষ্কের ছোট কুঠুরিতে কবিতারা গান করে সারাদিন ইন্দ্রিয়বিলাসে জমে থাকা আবেগগুলো তুমি নামক অপেক্ষায় অধীর। স্নিগ্ধ ভোরের আলোর শেষে মন পুড়ে তীব্র রুদ্রদাহে ক্লান্তিরা সব ভিড় জামায় বিষাদী বাতাসের তীব্র প্রদাহে। শত শতাব্দীর আলোর ভিড়ে নিঃসঙ্গ আমি এক নির্বাক আকাশ প্রাণপণে সাজাই পুষ্প তব বয়ে নিয়ে সব রুদ্ধশ্বাস।

কবিতার চোখে জল কলমে মারজিয়া শাহনাহ জেসি Read More »

তবু ভালোবাসি কলমে মারজিয়া শাহনাজ জেসি

তবু ভালোবাসি কলমে মারজিয়া শাহনাজ জেসি

তবু ভালোবাসি মারজিয়া শাহনাজ জেসি তোমার কাছে যেতেই যদি দূরত্ব বাড়িয়ে চলে যাও, অভিমান আর অভিযোগে দূরে সরে যাও, তবুও বুক ভর্তি আর্তনাদ নিয়ে বলবো ভালোবাসি। কখনো যদি মৃতের মতো যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখো স্বপ্নগুলো গুড়িয়ে দিয়ে নিঃশব্দে চলে যাও, আমার দিকে তাকাতেই যদি, ক্রমাগত ঝাপসা হয়ে আসে মুখ, তবু বিষাদ ভরা কন্ঠে বলবো ভালোবাসি।

তবু ভালোবাসি কলমে মারজিয়া শাহনাজ জেসি Read More »

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মারজিয়া শাহনাজ জেসি ঈদের হাসি, ঈদের খুশি লাগলো সবার মনে, ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক হাসি আনন্দ গানে। ঈদ আনন্দে সবাই মিলে সাজবে নতুন রঙে, সব ভেদাভেদ ভুলে গিয়ে মিলবো একই সঙ্গে। থাকবে না আর হানাহানি হিংসা, ঈর্ষা, বিদ্বেষ, সবাই মিলে করবো মজা দিন কাটবে বেশ।

ঈদ আনন্দ Read More »

কথা ছিলো কলমে মারজিয়া শাহনাজ জেসি

কথা ছিলো মারজিয়া শাহনাজ জেসি কথা ছিলো আসবে, স্নিগ্ধতার আবেশে সমস্ত নিরবতা ভেঙে, মন খারাপের বিষন্ন সন্ধ্যায়, একাকিত্বের মিলনমেলায় সঙ্গী হবে। সেদিন তুমি আসবে বলে, অনুভূতিরা রং মেখেছিলো সারা গায়, শত ডানার প্রজাপতিরা, ভেসে বেড়াচ্ছিলো অদূর নীলিমায়, কথা ছিলো অনুভবের আকাশ জুড়ে পাড়ি দিবো নীল সাগরের তীরে। সেদিন তোমার আশার প্রতীক্ষায়, স্টেশনের কৃষ্ণচূড়া গাছটাও অপেক্ষারত

কথা ছিলো কলমে মারজিয়া শাহনাজ জেসি Read More »

আপনি আমার

আমার আপনি মারজিয়া শাহনাজ জেসি আপনি আমার শিয়রে শিয়রে মিশে থাকা এক অস্তিত্বর নাম যার নামে কত শত কাব্য রটে, বেনামি শব্দমালায় পরিপূর্ন খাম। আপনি আমার রক্তকনিয়ায় মিশে থাকা শত ক্ষুদ্র অনু যার নামে সঞ্চারিত হয়, বেঁচে থাকার সব পরমানু। আপনি আমার শিরা উপ শিরার জমাট বাধা অনুচক্রিকা আপনি আমার নিউক্লিয়াসে থাকা গোলাকার কেন্দ্রিকা।

আপনি আমার Read More »

স্মৃতির কোলাহল কলমে: মারজিয়া শাহনাজ জেসি

স্মৃতির কোলাহল মারজিয়া শাহনাজ জেসি গভীর সমুদ্রের ঘন নীল রঙে মোহমায়ায় আবদ্ধ হই প্রতি ক্ষনে ক্ষনে, শুকনো ধুলিকনার মতো অনায়াসে, ভেসে আসে, অনিন্দ্য সুন্দর অস্তিত্বহহীন স্মৃতিচিহ্ন। আকাশ আমাকে মুগ্ধ করে আকাশের পানে তাকিয়ে, খুজে পাই পূর্নতার আসল স্বরূপ যেভাবে তার সবটুকু নীল ঢেলে দেয় নীল সাগরের বুকে বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি তার পানে, তবু একটু

স্মৃতির কোলাহল কলমে: মারজিয়া শাহনাজ জেসি Read More »