কালো মেঘ কলমে তামান্না শেখ
কালো মেঘ তামান্না শেখ কালো মেঘে ছেয়ে গেছে আকাশ ঘন অন্ধকার হয়ে গেছে পরিবেশ পাখ পাখিরা খুঁজে নেয় নীড়, র্নিস্তদ্ধ হয়ে গেছে চারদিক। সবুজ শ্যামল চারপাশে, ধানের শিশির দোলছে হেসে। কালো মেঘ করছে খেলা, নীল আকাশের বুকে ভেসে। গুড়ি গুড়ি মেঘ করে ছুটাছুটি রাখাল মাঠ থেকে ফিরে জলদি। মেঘের আড়ালে দিবাকর ডুবে, বসন্তের কুঞ্জে কুঞ্জে […]