ছেলেবেলা চিত্তরঞ্জন সাহা চিতু
ছেলেবেলা চিত্তরঞ্জন সাহা চিতু ছেলেবেলার দিনগুলি সব আজও চোখে ভাসে, ভুলতে গেলে যায় কি ভুলা হৃদয় জুড়ে আসে। কত্তো মজার দিন যে ছিল দুষ্টুমিতে ভরা, ক্লাসগুলো ফাঁকি দিতাম হতো না তাই পড়া। খেলার মাঠে ছুটাছুটি বন্ধু ছিল কত, স্মৃতির পাতায় আজকে সে সব ভাসছে অবিরত। ফেলে আসা দিনগুলি আজ সবই আছে ঘিরে, লাগতো ভালো ছেলেবেলা […]