ঝিঁঝিঁ পোকা কলমে কে,এম,বেলাল উদ্দিন
ঝিঁঝিঁ পোকা কে,এম,বেলাল উদ্দিন রাতে দিনে ঐযে বনে শোঁ শোঁ শব্দ যায় শোনা, ঝিঁঝিঁ পোকার স্লোগান যায় না করা মানা। রাত যে হলে হরেক রকম কিচির মিচির ডাকে, জোছনারা সব বেড়ার ফাঁকে উঁকি দিয়ে থাকে। ঘুম আসে না দুটো চোখে বন হাতির যে ভয়, কুড়ি ঘরে সংসার আমার বাহিরে থাকায় রয়।