শৈশব আমার কলমে মারুফা পারভীন
শৈশব আমার মারুফা পারভীন হাত ছানি দিচ্ছে ভাই পদ্ম লতার বনে, শৈশবের স্মৃতি গুলো আজও পড়ে মনে। কেমনে ভুলবো মোর সোনায় বাঁধা দিন গুলি, ছটফট করছে ভাই খাঁচায় বন্দি পাখি। কেমনে ফিরবো সেই চেনা নোনা জলে, ঘুরতাম যেথায় নানা খেলার ছলে। দাপিয়ে বেড়াতাম মুক্ত ডানা মেলে, শাপলা তুলতাম হাজার বাঁধা সত্ত্বে। দিচ্ছি দৌড় “মা” লাঠি […]