সন্নিকটে বিজয়
সন্নিকটে বিজয় নুসরাহ বিনতে আলতাফ জমিনের কোণে কোণে আজ কারফিউ- লাল সবুজের নিশানের বুকে শকুনির কালো ছায়া। সবুজ এই ভূখন্ডের বুকে ছোপ ছোপ লাল রক্ত। আবার ও কি মঞ্চস্থ হবে পলাশীর সেই নাটক!? যাত্রাপালার নতুন অভিনয়ে দেশ বিক্রির মহড়া কি হবে বাস্তবায়ন!? বিকৃত ইতিহাস তৈরি করে আমাদের কাঁধে ওরা ঝুলিয়ে ভিক্ষার নীলাভ ঝুলি! এভাবেই শতাব্দীর […]