কাশফুল | কবি উম্মি হুরায়েরা বিলু
কাশফুল উম্মি হুরায়েরা বিলু কাশফুল তুমি সুবাসহীন তাও লাগে স্নিগ্ধ, তোমার অপরূপ রূপে আমি হয়েছি মুগ্ধ। শরৎকালে হয় তোমার শুভ আগমন, তোমার বাগিচাতে মোরা করি যে গমন। শরতের নীল আকাশে তুলো মেঘ ভাসে, কাশফুলের মৃদু ছোয়ায় হৃদয়ে শান্তি আসে। দমকা হাওয়ার তালে দুলে ওঠে শির, ইচ্ছে জাগে তোমার পাশে গড়ি ছোট্ট নীড়।