আমার বড় ভাই কলমে মারুফা ইসলাম সূর্মী
আমার বড় ভাই কলমে মারুফা ইসলাম সূর্মী তুমি কি জানো বড় ভাই মানে কি!? বাবার পর বিশাল এক ছায়া, অনেকটা বট গাছের মতো। সহজে উপরে ফেলা যায় না ছায়া দিয়ে যায় আজীবন।। তুমি কি জানো বড় ভাই মানে কি!? সে তো সব থেকে বড় বন্ধু, যার কাছে থাকে ছোট ভাই-বোনের সকল আবদার।। তুমি কি জানো […]