ভালোবাসা যায় না কলমে চন্দক বড়ুয়া
ভালোবাসা যায় না চন্দক বড়ুয়া অবাধ্য নাবালকের মতো অধীর আগ্রহে নবাগতার অপেক্ষায়,চোখে মুখে কি প্রশান্তি ; বাঁধভাঙ্গা জোয়ার যেন মনে ঢেউ খেলছে , ছলছল চোখে এদিক ওদিক তাকাচ্ছে! পরক্ষণে মুঠোফোনে ম্যাসেজের শব্দ ক্ষুদে বার্তায় লিখা,আজ আসছিনা। যেন,যান্ত্রিক কোলাহল থেমে গেছে; গন্তব্য ফেরা পাদচারীর নিঃশব্দ চলাফেরা। চোখে ঘোর অমাবস্যার অন্ধকার। সত্যই কি,বাস্তবতা অবাস্তবের স্বপ্নের ঘোরে? চুপিসারে […]