মুক্তি যোদ্ধার নাতি | উম্মি হুরায়েরা বিলু
মুক্তি যোদ্ধার নাতি উম্মি হুরায়েরা বিলু দাদা আমার প্রাণ দিয়েছে স্বাধীনতার লাগি, তাই তো আমরা দেশটা নিয়ে করছি ভাগাভাগি। তোমরা কেন মেধার দাবি করছো এই দেশে, রক্ত গঙ্গা বইয়ে দেবো যাবে তোমরা ভেসে। এই দেশেতে মেধার যে আর নেই কো কোনো মূল্য, মুক্তি যোদ্ধার নাতি আমরা হিরার সমতুল্য। তোমরা কেন বলদ ছেলে করছো মেধার দাবি, […]