রক্ত গোলাপ কলমে আমজাদ হোসেন
রক্ত গোলাপ আমজাদ হোসেন (নওদা, মুর্শিদাবাদ, ভারত) রিমি টোটো থেকে নেমে ভাড়া মিটিয়ে ধীর পায়ে ফুট রাস্তা পেরিয়ে কাউন্টারে এসে দাড়াল। আজ সে একটু আগেই চলে এসেছে। অবশ্য বরাবরই সে আগেই আসে। কতবার বলেছে রঞ্জনকে, সে যেন একটু পাংচুয়াল হয় সময় সম্পর্কে। কিন্তু প্রতিবারই স্বভাব সুলভ হাসি দিয়ে বলেছে – – ওটা আমাকে মানায় […]









