অনুরাগে তুমি কলমে মারুফা পারভীন
অনুরাগে তুমি মারুফা পারভীন দেখ না ওহে, কাজল মায়াবিনী আঁখি, খোল না ওই চোখ জোড়া পাপড়ি। রুপ লাবণ্যে ভরা তৃণ ভূমি সবুজ-শ্যামলের বনাদী রাণী, তরুছায়া মসী মাখা গ্রাম খানি সে যে আমার জননী জন্মভূমি। স্নিগ্ধ আঁখি তুলি চাহি স্মৃতি কাতর ভুলিতে নাহি পারি, পড়ে মনে হই না তখন বিরাগী তার প্রতি সর্বদা আমি অনুরাগী। […]