বিহগ যেওনা দূরে কলমে আমিনুল ইসলাম
বিহগ যেওনা দূরে আমিনুল ইসলাম এই যে পাখি তোমায় বলছি কোথায় যাচ্ছো উড়ে, ঐ যে দেখ? লাল,নীল বাতি যাচ্ছি শহরে। শোনো পাখি ঐ শহরে যেওনা তুমি উড়ে! গ্রামের মতো পাবে না স্বাধীনতা কারেন্ট ধরে যাবে মরে। গ্রামে তুমি যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারো, শহর তোমার বিপজ্জনক নিজে নিজেকেই মারো। নাই যে তেমন গাছপালা ও শুধুই […]