কবিতা হেমন্ত, কলমে আমাতুল্লাহ খাদিজা খুশি
হেমন্ত আমাতুল্লাহ খাদিজা খুশি শরৎ শেষে স্বপ্না বেশে চলে আসে হেমন্ত প্রকৃতির কোলে আজ পড়ে আছে ঘুমন্ত। চাষির মুখে সুখের হাসি মাঠে সোনালী ধান নতুন চালের পিঠা হবে আসবে মেহমান। উঠবে ঘরে শস্য দানা ভরবে চাষির গোলা ফুটে উঠবে আশার আলো লাগবে প্রানে দোলা। শর্ষে ফুলের হলুদ রঙে ছেয়ে যায় মাঠের বুক প্রকৃতিতে হেমন্তের রঙ […]