কবি মুহাম্মাদ আবদুল হাই এর সেরা ২টি কবিতা

নিষ্প্রাণ সূর্য
মুহাম্মাদ আবদুল হাই

হে সূর্য!
কেনো তুমি আজ এত মলিন? বিমর্ষ কেনো?
তোমার ওই উজ্জ্বল মুখের ঔজ্জ্বল্য কোথায় আজ?
আজ আলোর তীব্রতা নেই কেনো তোমার?
নেই চলার কেনো ক্ষিপ্রতা!
কেনো আজ এতো নির্জীব, এতো নিষ্প্রাণ!

আজ তোমার আলোয় কেনো উচ্ছাস নেই!
আনন্দ নেই!
দিগন্ত ঝলসানো কেনো নৃত্য নেই!
রংধনুর ওই অর্ধাকৃতির বৃত্ত নেই!
কর্মে কেনো চিত্ত নেই!
আলোয় কেনো দীপ্তি নেই!

আজ আলোয় তোমার ছন্দ নেই!
মেঘের সাথেও দ্বন্দ্ব নেই!
আজ মন কেনো মন্দ!
নিরস, বিরস, নিরানন্দ!
হৃদয় দুয়ার বন্ধ!
পোড়া পোড়া পাই গন্ধ!
দিব্য দৃষ্টি অন্ধ!

দুঃখ ভারাক্রান্ত মনে কহে সূর্য –

গিয়েছিলুম পশ্চিমে রুটিনমাফিক কর্মে,
যেমনটা প্রভু লিখে রেখেছেন মোর ধর্মে!

কিন্তু একি!
এসে দেখি!
নাই কুরআনের পাখি!
বিদায় নিয়েছে বুলবুলে দ্বীন!
উড়ে গেছে ওই আরশে আজীম পানে!

কষ্টে তাই ফাটে বুক,
নাই কাজে কোনো সুখ!
ইচ্ছে করছে আজি ক্ষিপ্ত হই –
বিচারিক ভার নিজ হাতে লই!
বের হয়ে আসুক ভেতরের সব উগ্রতা!
তীব্র কঠিন রুক্ষতা!
পৃথিবীর সব পানি উথলে উঠুক!
ফুটন্ত পানির ন্যায় টগবগিয়ে উতলে পড়ুক!
তপ্ত জমিনে খই ফুটুক!

খোদাদ্রোহী নাস্তিক থেকে মুরতাদ –
কুরআনের শত্রু,
হাদীসের শত্রু,
আল্লাহ্ ও তাঁর রাসূলের দুশমন তথা –
দ্বীনের সকল শত্রুগুলোই
পোড়া বেগুনের মতো সব ঝলসে মরুক!

এ হৃদয়ে শুধু রক্তক্ষরণ –
দগ্ধ হৃদয়ে আজ মোর বাজে রণ-তূর্য!

 

 

প্রকৃতি প্রেম, অতঃপর…
মুহাম্মাদ আবদুল হাই

দেখি আকাশ-বাতাস দেখি এই মাটি,
সাজানো তা কত রূপে কি যে পরিপাটি।
দেখি নদী খাল-বিল ঝরনার রূপ,
প্রকৃতির প্রেমে পড়ে হয়ে যাই চুপ!

কলকল রবে ওই নদী যায় বয়ে,
ভাঙনের খেলা তার লোকে যায় সয়ে।
ওপারেতে গড়ে ফের ধূ ধূ বালুচর,
তাই দেখে স্বপ্ন কত চোখে করে ভর।

আরো পড়ুনঃ  প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার (৬ষ্ঠ আসর) বিজয়ীদের তালিকা

কখনো বা ঝড় ওঠে তছনছ হয়,
এও এক প্রকৃতির রুদ্র পরিচয়।
বৃষ্টিতে কখনো বা মাটি হয় সিক্ত,
প্রকৃতির কোনো রূপই লাগে না তিক্ত।

নিরিবিলি প্রকৃতির হৃদ্-ধুকপুক,
চুপচাপ শুনে যাই পেতে কান বুক।
কত কথা প্রকৃতি যে চুপিসারে কহে,
ইথার-পাথারে তাহা নিরবধি বহে।

প্রকৃতির সেই কথা বোঝে কোন্ লোকে,
যে বোঝে সে কাঁদে হায় প্রকৃতির শোকে।
নেই আর প্রকৃতির মূল সেই সত্তা,
নিজ হাতে কিছু লোকে করিতেছে হত্যা!

প্রকৃতি কাঁদিয়া কহে, ওরে ও নির্বোধ,
জনমের তরে আর হবে না তা শোধ!
গাছ কেটে খাল ভরে গড়ে কারখানা,
প্রকৃতির নিজ গতি করে দিলি ফানা!

প্রকৃতির এই কান্না অরণ্যে রোদন,
উন্নয়ন রোধে আর হবে না শোধন!
তাই আজ প্রকৃতিটা ক্ষেপেছে ভীষণ,
কে জানে কি হবে তার পরের মিশন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *