বর্তমানের মূল্য কলমে শারমিন আক্তার
বর্তমানের মূল্য শারমিন আক্তার অতীত থেকে শিক্ষা নিয়ে জীবন তুমি গড়, ভবিষ্যতের চিন্তায় যেন ,’বর্তমান’ না ছাড়! ‘বর্তমানই’ হবে অতীত,হবে ভবিষ্যৎ। সময়ের সৎ ব্যবহারে ,পাবে সঠিক পথ। সময় গেলে হয় না যে কাজ!সময়ই শুধু পুঁজি, সময় থাকতে তালাশ কর হালাল পথের রুজি। এই জীবনে যদি তুমি সফল হতে চাও, সবটুকু শ্রম ‘বর্তমানে ‘ শুধু তুমি […]









