ইনসাফের কাব্যগাথা
ইনসাফের কাব্যগাথা আতিয়া মাহজাবিন আকাশে যখন রক্তিম আভা, মাটিতে বারুদ-ঘ্রাণ, তখন জন্ম নিয়েছিল এক নাম, এক বিদ্রোহী মহাপ্রাণ! সে কোনো সাধারণ মানব নয়, এক অবিনাশী শক্তি, জালিমের তরে মহাপ্রলয়, আর মজলুমের সে ভক্তি। শোনো তবে আজ সেই পুরুষের রুদ্র-বিজয় গাথা, যার রক্তে কেনা এ মাটির প্রতিটি ধূলি ও পাতা। সে ছিল এক জ্যান্ত তলোয়ার, নাম […]









