অক্টোবর কলমে খাদিজা খাতুন
অক্টোবর খাদিজা খাতুন অক্টোবর! বছরের বাকি এগারোটা মাসের থেকে একটু ভিন্ন। সকালটা শুরু হয় শিউলির মন ভোলানো সুঘ্রাণ নিয়ে। সকাল গড়িয়ে দুপুর নামতেই নীল আকাশের বুকে সাদা মেঘেদের বাহারি সাজ সজ্জার আবির্ভাব ঘটে। কখনো হঠাৎ করে নীল আকাশের বুকে সাদা মেঘের ভিড় উপেক্ষা করে কালো মেঘের আগমন ঘটতে না ঘটতেই আরম্ভ হয় ঝুম বৃষ্টি। এই […]