ছেলে হারা মা কবিতা | কলমে খাদিজা খাতুন
ছেলে হারা মা খাদিজা খাতুন ছেলে হারা মায়ের চোখের জল আজও শুকায় নি, কালো মেঘের ঘনঘটা ছাড়াই বুকে যে ঝড় উঠেছিল— তা আজও বয়ে চলেছে থামেনি একদন্ড। মা আজও মাঝরাতে জেগে ওঠে খোকার ডাক শুনে, মনের অজান্তেই খোকার প্রিয় সবকিছুর আয়োজন করে । রাত জেগে বসে থাকে খোকা কখন ফিরবে এই আশায়। বছর পেরিয়ে গেছে, […]