নিদারুণ দুঃখ এর কবিতা
নিদারুণ দুঃখ ~ শা মী ম নিভৃতে আঁকড়ে ধরেছি অচেনা ব্যথা, হৃদয়ের কোণে জমে থাকা অশ্রু নদী। চোখে ভাসে ছায়া, ছায়ায় ভেসে যায় স্বপ্ন, যা কখনো ছোঁয়াই নি উষ্ণ আলো। স্মৃতির খোঁজে ভাঙে প্রতিটি রাত, নীরবতার পাথরে থেমে যায় শ্বাস। মুখে হাসি, মনের কোণে আগুন, যে কেউ বুঝবে না, বোঝার ভানও নয়। প্রতিটি বিদায়ে বোনার […]









