জীবন তরণী কলমে আরাফাত ইসলাম শাওন (দিব্য)
জীবন তরণী আরাফাত ইসলাম শাওন (দিব্য) শত সম্পর্ক আর কোলাহলের ভিড়ে দাড়িয়ে আছি একলা, এক নদীর তীরে থাকতে চায়, লোকসমাজের অগোচরে মেতে উঠতে চাই না, হই হুল্লোড়ে৷ এই জীবন তরণী বেয়ে বেয়ে আজ আমি ক্লান্ত তাই তো উত্তাল ঢেউয়ের মাঝেও আমি একেবারেই শান্ত৷ নেই বুঝি মোর দুঃখের শেষ মনে হয় অফুরন্ত ভুলেই গিয়েছি আজ কেমন […]