প্রিয়তমা কবিতা

প্রিয়তমা কলমে মুক্তি আল মাহমুদ খান

প্রিয়তমা কবিতা

কবি পরিচিতিঃ মুক্তি আল মাহমুদ খান। পিতা মৃত : জামাল উদ্দিন খান, মাতা মৃত : নজিরন নেছা খান। জন্ম ১০ জানুয়ারী ১৯৭৭ ইং সালে জামালপুর জেলা, মেলান্দহ থানা, দুরমুঠ ইউনিয়ন, আমবাড়িয়া গ্রামের খান বাড়িতে জন্ম গ্রহণ করেন। আট ভাই এক বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি শেরপুর সরকারি কলেজ থেকে বি এ পাশ করেন এবং মুক্তি কেমিক্যাল এন্ড কোম্পানির কর্ণধার। একমাত্র মেয়ে ও পরিবার নিয়ে রূপনগর আবাসিক, মিরপুর, ঢাকায় বসবাস করেন।

আরো পড়ুনঃ  শীত রাত্রির জবানবন্দি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *