বজ্রপাত ঠেকাতে বৃক্ষের ভূমিকা

বজ্রপাত ঠেকাতে বৃক্ষের ভূমিকা

বজ্রপাত ঠেকাতে বৃক্ষের ভূমিকা 

       

প্রিয় মনুষ্যজাতি,
আশা করি আপনাদের অগ্রগতি বেশ উচ্চ পর্যায়ে। আপনারা বহু সময় যাবৎ বিভিন্ন কিছু আবিষ্কার করে পৃথিবীকে করে দিয়েছেন অত্যন্ত আধুনিক ও প্রযুক্তিকে করে তুলেছেন সহজলভ্য। কিন্তু এর পেছনে আপনারা ভুলে গিয়েছেন যে আমাদের কথা। প্রথমদিকে আপনারা যে আমাদের উপরই নির্ভরশীল ছিলেন। আমাদেরকে ব্যবহার করেই আপনারা মিটিয়েছেন আপনাদের প্রয়োজন। আমরাও চেষ্টা করেছি আপনাদের প্রয়োজনগুলো নিঃস্বার্থভাবে পূরণ করে দিতে। কারণ সৃষ্টিকর্তারই সৃষ্টি আমরা সবাই। আর সৃষ্টিকর্তার এ জগতে আমরা সবাই একে অপরের উপর কোনো না কোনোভাবে নির্ভর করে থাকি। কিন্তু আপনাদের বিভিন্ন দেওয়া প্রতিদান আমাদের অন্তরাত্নায় কষ্ট দিয়েছে। আপনারা পালন করেছেন অনেক সময় দায়সারা ভূমিকা। আমরা আপনাদের জন্য এবং প্রাণীদের জন্য কষ্ট করে তৈরি করি ফল। আর এভাবেই আমরা আপনাদের সবার প্রয়োজন মেটাই। সৃষ্টিকর্তা আমাদের এ ক্ষমতাটা দান করেছেন। যেটি কিনা নিজের খাদ্য নিজে তৈরি করার। আপনারা তো কাগজে লেখেন যে, উপকারীর উপকার স্বীকার করা মনোহর। আর সেটা আমাদের ছাল ও বাকল থেকে তৈরি কাগজেই লিপিবদ্ধ করেন। তাহলে বাস্তবতায় কেনো সেটা বাস্তবায়িত হয় না? আপনারা শুধু মনুষ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু হাতেগোনা কয়েকজন হৃদয়বান ছাড়া বেশিরভাগ ব্যক্তিই বৃক্ষনিধনের এক আজব খেলায় মত্ত থাকেন। আচ্ছা সে খেলায় আপনারা মত্ত থাকেন ঠিক আছে, কিন্তু বিপরীতে কতজন পুনরায় গাছ লাগান? পৃথিবীর পরিবেশ অনুকূলে রাখতে এবং পরিবেশের বিভিন্ন প্রতিকূলতা যুগে যুগে আমরা প্রতিরোধ করে আসছি। আর আমাদের ছায়াতলেই ক্লান্ত পথিক বিশ্রাম নেয়। বিভিন্ন প্রাণীর বাসা বাঁধে গাছের বাকলে। আর এক্ষেত্রে পাখিদের কথা তো বলাই চলে। অনেক পাখি ও কীটপতঙ্গের বাসস্থান আমরা। আর আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির সেবা করা সকল মানুষের উপরই অর্পিত ধার্মিক দায়িত্ব। তাহলে বৃক্ষনিধন করা মানে ধার্মিক দায়িত্ব পালন না করা। আর পৃথিবীতে ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণ আমাদেরকে অহেতুক নিধন। পৃথিবীতে বিগত কয়েক বছরে তাপমাত্রা বেড়ে গিয়েছে বহুগুণ। তারপরে বর্ষাকালে বজ্রপাতে প্রাণহানির খবরও অনেক বেশি শোনা যায়। এর পিছনে অন্যতম কারণ হলো বৃক্ষনিধন। কারণ বজ্রপাতকে আটকায় মূলত বৃক্ষ। আর বৃক্ষনিধনের কারণে যে বজ্রপাত বৃক্ষের উপর পড়তো, সেগুলাে এখন ফাঁকা জায়গায় পড়ে মানব পঞ্চত্বপ্রাপ্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই সকল দিক থেকে বিবেচনা করলে, মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে ও পর্যায়ে বৃক্ষের ভূমিকা অপরিসীম। আবার বর্ষাকালে কেউ বাহিরে অবস্থান করলে বৃষ্টি থেকে ভেজার হাত থেকে কিন্তু মানবগণ বৃক্ষের ছায়াতলেই স্থান ও অবস্থান নেয়। 

আরো পড়ুনঃ  মসজিদুল আকসা নিয়ে চিঠি ২০২৪

তাই নিজেদের স্বার্থে ও ধার্মিক দিক বিবেচনায় এবং পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন বিবেচনায় এবং বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে ও বিভিন্ন প্রাণিকূলকে বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে বৃক্ষনিধনের চেয়ে বৃক্ষরোপন করা শ্রেয় ও যথার্থ এবং ইতিবাচক। 

ইতি
পৃথ্বীর সকল বৃক্ষগণ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *