বয়কট ইজরাইল
উম্মি হুরায়েরা বিলু
কোকা কোলা খাচ্ছো না ভাই
খাচ্ছো ভাইয়ের রক্ত,
ভাইয়ের রক্তের বদলা নিতে
হতেই হবে শক্ত।
তুমি আমি খাচ্ছি কোক
আছি ভিষণ সুখে।
ভাইয়ের রক্ত হচ্ছে জমা
ফিলিস্তিনের বুকে,
ভাবছি না আজ তাদের কথা
করছি না বয়কট,
দিন ফুরালে ঐ জালেম ই
মারবে তোমায় শট।
বন্ধ করি ইজরায়েলের
আছে যত পন্য,
মানুষ রূপে পশু ওরা
ভিষণ জঘন্য।