202 টি ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও সেরা কিছু কথা 2024

ভালোবাসা নিয়ে ক্যাপশন

 

ভালোবাসা কি এতোই সহজ? যে একা দেখাতেই হয়ে যায়! একদেখা তে যেটা হয় সেটা ভালোবাসা নয়। সেটা ভালো লাগা। চলার পথে কত কিছুই না দেখি! অনেক কিছু আছেই আছে যেগুলো ভালো লাগে। নিজের হলে খুব ভালো লাগলো এমনি একটা ফিলিং হয়?..  আজকে আর্টিকেলে আমরা ২০২ টি ভালোবাসা নিয়ে ক্যাপশন দিয়ে সাজিয়েছি। প্রতিটি কথা সাধারণ মানুষদের মন থেকে বাছাই করা। সুতরাং আপনার অবশ্যই ভালো লাগবে। আপনার এই ভালো লাগা গুল ছড়িয়ে পড়ুক সর্বত্র,  সুতরাং আপনার বন্ধু-বান্ধব বা সামাজিক যোগাযোগ প্লাটফর্ম গুলোতে শেয়ার করতে ভুলবেন না। নিচে ভালোবাসা নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও কিছু কথা গুলো উপস্থাপন করা হলো।

 

এক তরফা ভালোবাসা নিয়ে কিছু কথা

 

 

০১। এক একটা শব্দ বোমাও যখন
তোমার হৃদয়ের কপাট খুলতে পারেনি,
তাহলে ধরেই নিলাম আমি একজন ব্যর্থ কবি।

– সজীব আহমেদ

০২। তোমার নানান বাহানাই আমার জায়গাটা কোথায়…!

০৩। এক তরফা হয় না কিছুই
অনুভূতি খরচা হুদাই তোমার পিছুই!

০৪। মানুষের ভালোবাসা হওয়া উচিত সমুদ্রের মতো।
যা কখনো শেষ হবেনা…!

০৫। তার সাথে তিন বছর এর সম্পর্ক ছিল কিন্তু তিন মিনিটে সে সব কিছু শেষ করে দিয়েছে তিনটে বছর e আমি একতরফা ভালোবেসে গিয়েছি।

০৬। তোমার হাতটি ছোয়ার আকাঙ্খা থেকে যায় নদী।

০৭। প্রিয়” প্রতিটা মানুষের’ই জীবনে একটা
ভুলতে না পারার অধ্যায় রয়েছে।

০৮। আপনারে না ছুঁইয়্যা, না দেইখ্যা যতখানি ভালোবাসছি, ততখানি ভালো আমি আমারেই কোনদিন বাসি নাই। কাছে আইলেন না, পাশে বইলেন না, কোনদিন চক্ষে চক্ষু রাইখ্যা হাসলেন না। তবুও দ্যাখেন, আপনারে ক্যান যেনো ‘আমার আমার লাগে। ক্যান এমন লাগে কইতে পারবেন?

আপনি আমার মনের মধ্যে ঢুইক্কা, এক্কাদুক্কা খেইলাও আমার হইলেন না। আপনার লাইগ্যা কতখানি কলিজাডা পুড়ে, আপনারে বুঝাইতে পারলাম নাহ। ধরেন একখান মানুষ মরতাছে, শেষ নিঃশ্বাস ছাড়োনের আগে ‘যদি তার ফুসফুস কেউ কুঠুরি দিয়া কুপায়, হের যেইখান কষ্টখান আইবো, ওইরকম কষ্ট কিংবা তারচে বেশি কষ্ট, আমার হইতাছে। দ্যাখেন, আপনি কিন্তু এর কিছুই জানলেন নাহ।

এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশন পিক
এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশন পিক

০৯। “মানুষের মুদ্রাদোষের অন্যতম একটি হলো ,
তার অযোগ্য ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করা।”

— রাইসুল ইসলাম

১০। তোমার প্রিয় হয়েও হতে পারিনি,,,
তাতে কি?আমার ভালোবাসা গুলো কি মিথ্যে ছিলো?

১১। তোমায় বলতে চেয়েও বলতে পারিনি যদি অপমান করো তারপরও একই রাস্তায় বার বার যাই তোমায় দেখতে পাবো তাই। জানি তোমার ভালোবাসা পাওয়া আমার বড়ই সৌভাগ্য তবুও তো সপ্ন বুনি তোমারই আশায়।

১২। তবুও ভালো থেকো আমার না হওয়া, আমার শখের পুরুষ!

১৩। তারে আমি কিছুই দেইনি, তবু কেনো সে আমার সব।

১৪। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কেঁদেছি তুমি হেসেছো ,,

আমি তোমাকে কষ্ট দিবোনা বলে নিজে কষ্ট পেয়েছি,তুমি আমার ভালোবাসা কে ছিন্ন করে আরেক জনের হয়েছো।

যেখানে তুমি থাকো ঠিক সেখানেই তুমি আঘাত করেছো.. কিছু বলার নেই প্রিয় সবশেষে তুমিই ভালো থেকো।

১৫। জানি না তুমি হবে কার!!
অনুভবে তুমি শুধুই আমার।

১৬। এক তরফা ভালোবাসা ও কি আজব না !

কেউ ভালোবেসে পাগল আর
অপরজন সব বুঝেও তাকে না বোঝার ভান করতে পাগল।

~ সৌমেন

১৭। তাকে অনেক ভালোবাসতাম সে বুঝে ও বুঝেনাই আমায়।

১৮। ভালোবাসলে যে তাকে পেতে এমন কোন কথা নয়, সে কপালে না থাকুক হৃদয়ে মনিকৌঠায় তো সে ঠিকই আছে।

১৯। তুমি আমার নেও না খুঁজ
তবুও আমি তোমায় ভালবাসি রোজ।

২০। তুমি আমায় ভাল না বাসিও,
তবুও আমার পাশে রয়ে যেও।
আমার জীবনের সুখ না হয়ে দুঃখ হইও,
তবুও তুমি অন্য কারো না হয়ে শুধু আমার হয়ে যেও।

২১। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল, দেখতে পেয়েছি ধরতে পারিনি, কাছে পেয়েছি কিন্তু আপন করতে পারিনি.!

২২। কারন ছাড়াই ভালোবাসা যায়।

২৩। ও প্রিয় তুমি হয় তো আমায় ভুলে গেছো কিন্তু আমি চাই তুমি ভালো থাকো।

২৪। তার প্রতি আমার ভালোবাসা টা ছিলো এক আকাশ সমপরিমাণ। কিন্তু সে আমাকে ভালোবাসার নামে অভিনয় করে গেছে।

ভালোবাসার পিক | এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশনের ছবি
ভালোবাসার পিক | এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশনের ছবি

২৫। যাকে আমি ভালোবাসি সে যদি অন্য কারো সাথে থাকে যদি খুশি থাকে , সবসময় আনন্দে থাকে তাহলে আমি কেন আনন্দ থাকবো না , তার খুশি আমার খুশি , অন্যজনের সাথে খুশি আছে এটা আমার অনেক ভালো লাগে। কারণ এ প্রেমিকার যদি খুশি দেখলাম না তাহলে কিসের ভালোবাসা, শক্তের নারী আমারও ছিল কিন্তু এখন অন্য কারোর জীবনসঙ্গী।

২৬। তোমাকে পাওয়ার ইচ্ছে আমার ততটাই, যতটা একটা অন্ধ মানুষের পৃথিবীর আলো দেখার ইচ্ছা!

২৭। আমি একটা মেয়েকে অসম্ভব রকম ভালোবাসি!
এই কথাটা তাকে জানাতে পারিনি।
রোজ দেখি তারে! … একতরফা ভালোবাসার সবচাইতে সুন্দর দিক হলো ভালোবাসা টা কখনো নষ্ট হয় না।

২৮। সে তার মতো করে আমায় নষ্ট করেছে।

২৯। একতরফা ভালোবাসার অনুভূতিটাই আলাদা।
তাকে পাবোনা যেনোও ঝিনুকের মত করে ভালোবাসার মানুষটিকে বুকের মধ্যে পুষে রাখা।

৩০। আমি জানি না সে আমার ভাগ্যে আছে কি না
তবুও তারে আমি অসম্ভব ভালোবাসি।

৩১। ওহে আমার শখের পুরুষ
আপনে হয়তো কোনোদিন ও জানতে পারবেন না..!
যে একটা মেয়ে কতোটা আগ্রহ নিয়ে…!
আপনাকে চেয়েছিলো..!

৩২। তাকে দূর থেকে দেখেই সবসময় নিজের মনকে শান্ত্বনা দেই..!
আর ভাবি তাকে যত ই আমার আমার করি না কেন সে কখনোই আমার হবে না।

৩৩। কতটা ভালোবাসলে একটা মানুষ এর প্রিয় মানুষ হওয়া যায়। এই কথাটা আমার জানা নাই। তবে নিজের সর্বোচ্চটা দিয়ে তোমাকে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তুমিও ছেড়ে গিয়েছো। তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই, তুমি আমাকে চিনতে পারো নাই।

এক তরফা ভালোবাসা নিয়ে স্ট্যাটাস ও এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশন পিক
এক তরফা ভালোবাসা নিয়ে স্ট্যাটাস ও এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশন পিক

৩৪। এক তরফা ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস..!
তাকে পাবোনা জেনেও তার প্রতি অসম্ভব একটা মায়া তাকে মনে করে নিজের অজান্তেই মুখে হাসি চলে আসা..!
এক তরফা ভালোবাসা নিয়ে আমার কোন অভিজ্ঞতা নেই তাও বললাম।

৩৫। একতরফা ভালোবাসা ভয়ংকর সুন্দর।

৩৬। আমি যাকে ভালোবেসেছিলাম সাধ্য মতো অল্পে স্বল্প..!
সে ই আমায় রেখেছিল তার প্রেমের গল্পের বিকল্পে।
– ঋজু

৩৭। তবুও তুমি থাকো সুখে,
আমার না হও অন্য কারো বুকে।

৩৮। তাকে পাওয়ার খুব ইচ্ছা ছিল।

৩৯। যদি কখনো নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়
তবে তোমার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসে!
এর নাম কি ভালোবাসা?

৪০। এক তরফা ভালোবাসাও সুন্দর তাকে কোনো কারণ ছাড়াই কোনো অনুমতি ছাড়াই তাকে ভালোবাসা যায়।

৪১। তাকে কখনো পাওয়া হবে না জেনেও তার জন্য অপেক্ষায় সময় অতিবাহিত করা ছারা
আর কি হতে পারে..!

৪২। এক তরফা ভালোবাসা কষ্ট করে হলেও ভুলতে হবে।

তাকে অনেক ভালোবাসতাম সে বুঝে ও বুঝেনাই আমায়।
তাকে অনেক ভালোবাসতাম সে বুঝে ও বুঝেনাই আমায়।

৪৩। প্রত্যেকটা বেইমান জীবনের এক পর্যায়ে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলবে,সে থাকলে হয়তো জীবনটা আর একটু সুন্দর হতে পারত।

৪৪। এক তরফা ভালোবাসায় একতরফা ভাবে
শুধু একজনকেই কষ্ট পেতে হয়..!

৪৫। জীবনে কিছু মানুষ থাকে যাকে আমরা মনের কোণায় সযত্নে স্থান দেই, আর সেই মানুষটি এই ভালোবাসার গুরুত্ব বোঝেনা। একতরফা ভালোবাসাগুলো তো এরকমই হয়।

৪৬। তাকে অনেক ভালোবাসতাম সে বুঝে ও বুঝেনাই আমায়।

৪৭। সম্পর্কের এতো দিন পরে এসে তার মনে পড়েছে, আমি গরীব ছিলাম।
নারী তুমি শোনো চোখে দিয়ে কাজল নিজের রুপে নিজেই পাগল..!

ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশন
ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশন

৪৮। তুমি প্রেম গঞ্জের সম্ভ্রান্ত পুঁজিপতি
আমি সর্বহারা অর্থসূন্য ক্রেতা
~ নূরুর ইসলাম

৪৯। একতরফা ভালোবাসা গুলো এমনি হয় একজন পাগলের মতো ভালোবাসে আর অন্য জন পাগল ভেবে শুধু অবহেলা করে..!

৫০। একতরফা ভালোবাসা মানে অহেতুক কস্ট নিয়ে ঘুরে বেড়াতে হয়।

আরো পড়ুনঃ  31+ বই পড়া ও বই নিয়ে ক্যাপশন | Best Bengali captions about reading books and books

৫১। তুমি শত অবহেলা করার পরেও ভালোবেসেছিলাম।

৫২। দূরত্ব বাড়ছে বেড়ে যাক
তবুও সে ফিরে না তাকাক
~নিলুফার

দূরত্ব বাড়ছে বেড়ে যাকতবুও সে ফিরে না তাকাক
~নিলুফার
এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশন পিক

৫৩। মানুষের চাইতে রং চা অনেক গুণ ভালো, কারণ অন্তত শেষ হওয়ার আগ পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না।

৫৪। তুমি আমার আড়াই পৃষ্ঠা অংকের শেষ লাইনের ভুল।

৫৫। বসন্তের ওই নীল প্রজাপতি′ তুমি ছুয়ে দিও তাকে আমি ফুলভেবে রোজ,,অনুভব করি যাকে
একতরফা ভালোবাসা।

৫৬। কেউ কারো নয়‌
কিছুটা মায়া
বাকিটা অভিনয়,‌‌!

৫৭। সে অন্য কারো হয়ে গেছে তার পরেও তার প্রতি ভালবাসা বিন্দু মাত্র কমে নাই
আমি কিরকম বেয়াহা মানুষ যে মানুষ টা আমার নাই অন্য কারু তবুও তার প্রতি ভালবাসা মনে থেকে গেছে।

৫৮। তুমি জানতে চেয়েছিলে আর আমি বলতে চেয়েছিলাম। তুমি জানতে চেয়েছিলে আর আমি বলতে চেয়েছিলাম। মাঝপথে কে এলো তোমার জীবনে যে তুমি জানার আগ্রহটা হারিয়ে ফেললে..!

কেউ কারো নয়‌কিছুটা মায়া
বাকিটা অভিনয়,‌‌!
এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশন
এক তরফা ভালোবাসা নিয়ে ক্যাপশন ছবি

৫৯। ভালোবাসা হোক পারস্পরিক, একতরফা ভালোবাসা তো ঝামেলা।

৬০। ভালোবাসা নামক মুনাফার সম্ভাবনা, ছাড়াই নিজেকে তিলে তিলে তার জন্য ব্যয় করা।

 

 

ভালোবাসা নিয়ে স্ট্যাটাস

 

০১। তুমি আমার না হলেও পারতে,
হয়ে কেনো ছেড়ে চলে গেলে।

০২। যারা দশ জন কে না এক জনকে ভালোবাসে দিন শেষে তারাই ঠকে যায়..!

০৩। সব সমাপ্তি প্রিয় মানুষের অবহেলার জন্য না। কিছু কিছু সমাপ্তি পরিবারের মানুষ গুলোর জন্যও হয়ে থাকে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি,, আহ্ ভালোবাসা!

০৪। কিছু কথা অপ্রকাশিত থাক,
“কিছু ভালোবাসা গোপন থাক,
” কিছু গল্প অসমাপ্ত থাক,☺️🥀
“হয়তো কোন সমাপ্তির আশায়!!! 💔

০৫। “প্রজাপতি তুমি ছুঁয়ে দিও তাকে! ফুল ভেবে আমি অনুভব করি যাকে…!🦋

০৬। তুমি আমার ‘
সমাপ্ত জীবনের অসমাপ্ত ভালোবাসা…
যাকে আমি কখনো আমার করে পাবো, না। 😅🥀

০৭। শীত শেষে কুয়াশার মতো হারিয়ে যাব…..!🙂
তুমি হয়তো শীত ভুলে বসন্তে মেতে উঠবে……!💔🥀😪

০৮। তুমি চাও বা না চাও,
পরকালে দেখা হলে আবার ও তোমার পিছু নিবো🙂

০৯। বছর পেরিয়ে শতাব্দী শেষ হোক তোমার প্রতি আমার সম্মান ভালোবাসা না কমুক! 😊🌼

১০। নারী তুমি মায়াবতী
কিন্তু ছলনাময়ী 😅💔

১১। সে আমার সাধ্যের বাইরে 💔🥀

১২। ভালোবাসা গল্পতেই সুন্দর 😅💔

১৩। যে সম্পর্কগুলোতে ছেলেরা বেশি সিরিয়াস থাকে, সে সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী হয় না..!😅💔

১৪। মেয়ের অভাব না, বার কারো প্রতি আর সেই ফিলিংস টা কাজ করে💔🥀

১৫। ভালোবাসা নাটকেই সুন্দর বাস্তবে না..!

১৬। না চেয়েও অনেক কিছু পেয়েছি
শুধু পাইনি…
আমি যা চেয়েছি🙂💔🥀

১৭। ফুলের থেকেও যদি পবিত্র কিছু থাকে, তাহলে সেটা হলো ছেলেদের মন!❤

১৮। কিছু পেতে গেলে কিছু হারাতেই হয় 🙂

১৯। নিরবে কষ্ট পাওয়া প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুন আমীন…!! ☺️🤲🙂

২০। সে মায়ায় বেধেঁছিলো কিন্তু সে মায়ায় পড়েনি, সে ভালোবাসতে বাধ্য করেছিলো অতঃপর’ সে আমায় ভালোবাসেনি..!

 

ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে ক্যাপশন, ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, ভালোবাসা নিয়ে কিছু কথা
ভালোবাসা নিয়ে ক্যাপশন ও কিছু কথা

২১। নিরবে অন্যর ভালোবাসা দেখলে অনেক ভালো লাগে 🥰

২২। ভালোবাসা সুন্দর কিন্তু আমার জন্য না 😅😅

২৩। তুমি আবারও জন্ম নিয়ে দেখো,,, ✨
আমি আবারও তোমার প্রেমে পরবো🖤🥀

২৪।আমি ফিরবো না আর কোনো দিন তোমার চিনা ঠিকানায় 🙂💜💔

২৫। ভালোবাসা হয়তো আমার ভাগ্যে নাই।
ইসস যদি কোনো একটা মেয়ে এসে বলতো, “আমি তোমাকে ভালোবাসি, তাহলে হইতো আমার সবটুকু তাকে দিয়ে দিতাম” 🥀🖤🥀

২৬। সে যদি অন্য কাউকে ভালোবেসে সুখে থাকে,,,থাকুক না সে তার মতো “আমি তো তাকে ভালোবসি” তার খারাপ তো চাইতে পারি না.!!😅❤️‍🩹🥀

২৭। ভালোবাসার গরল কেউ বুঝে পান করে।🤤
প্রেমের বাধনে কেউ বুঝে বাধা পরে।🤢
সৌন্দযে যদি ভেসে যায় এই মন,😵😵

২৮। যে ভালোবাসায় তুমি আছো
সে ভালোবাসার শেষ নেই 🫀

২৯। ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই, একটি সুন্দর মুহূর্তই যথেষ্ট..🖇💛✨️

৩০। সে আমার হবে না যেনে ও
অসম্ভব ভালোবাসি তাকে 🙂🖤

৩১। চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না,
– যে আপন, সে কখনো কাঁদতেই দেয়’না।

৩২। ভালোবাসতে সুন্দর মনের প্রয়োজন পরে,
যোগ্যতার প্রয়োজন হয় না.. ☺🌸

৩৩। ভালোবাসা৷ ভুল নয়!
– কাউকে অতিরিক্ত বিশ্বাস
করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল! 💛🌺🌻

৩৪। তারে না দেখে ভালোবেসেচ্ছিলাম,
আর এখনো ভালোবেসেই যাচ্ছি…!

৩৫। ভালোবাসা সুন্দর কিন্তু আমি তো কালা…!

৩৬। আপনি আমার সেই ভালোবাসা যাকে আমি না 🥀
ছুয়ে পতি টা মুহুর্তে মুহুর্তে অনুবভ করি 😔 💔

৩৭। ভালোবাসা গোপনেই সুন্দর তাইতো তাহাজ্জুদ এতো উত্তম.!!

৩৮। আমি তাকে আর সে অন্যকাউকে এর কোন একজন আমাকে ভালোবাসে 🥺💔🌸

৩৯। সবার ভালবাসা না হয় পূর্ণতা পাক আমারটা না হয় অপূর্ণতায় থাক ৬৯💔

৪০। প্রিয়….! 😊
চোখে চোখ রেখে জেনে নাও…! 🥰
আমি তোমাকে কতটা ভালোবাসি…! ❤️

ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে ক্যাপশন, ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, ভালোবাসা নিয়ে কিছু কথা
ভালোবাসা নিয়ে ক্যাপশন ও কিছু কথা

৪১। পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা,
সুন্দর হোক সম্পর্কের শেষটা -!!❤️🥀

৪২। কে কার ভাগ্যে আছে আমরা কেউ জানি না
তবুও আমরা সবাই করো না করোর মায়ায় পড়ে আছি।😌🥀❤️

৪৩। আমি প্রতিদিন তোমাকে দেখিনা,
কিন্তু প্রতিদিনই তোমাকে ভালোবাসি!🦋💞💫

৪৪। উপসংহারে যে থাকবে সবটুকু ভালোবাসা তার জন্য!🖤

৪৫। মানুষের মনে থাকতে হলে অর্থের প্রয়োজন অবধারিত।

৪৬। হয়তো পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই তবে আমি যাকে ভালোবাসি আমার চোখে তার মতো অসম্ভব সুন্দর আর কেউই নেই..🦋

৪৭। তোমাকে ভালোবেসে রাজপ্রাসাদ ছেড়ে আজ মাটির ঘরে তার পরে ও এতো যত্ন করে কেনো কষ্ট দিলে 😥

৪৮। তাকে অনেক ভালোবাসি কিন্তু সে বুঝেনা।
-তাই আজ সে অন্য কারো আমায় আর খুজে না।😔💗

৪৯। আমার এক আকাশ পরিমান ভালোবাসা যখন তোমার হৃদয় স্পর্শ করতে পারেনি। তাহলে প্রিয় মেনে নিলাম আমি কখনো তোমাকে ভালোবাসি নি😅

৫০। ভালোবাসা সুন্দর যদি উভয় পক্ষই আগলে রাখতে জানে 🙂

৫১। ভালোবাসা অনেক সুন্দর,
যদি সঠিক মানুষের সাথে হয়।

৫২। আমার ভালোবাসাটা আমাকে অনেক আগে ছেড়ে গেছে..!

৫৩। আম্মু বলেছিলো যেখানে নিজে ভালো থাকবি সেটাই ভালোবাসা 💔😅

৫৪। মানুষ যদি কাউরে মন থেইকা ভালোবাসে তাইলে কাঙ্গাল হইয়া যায়!💔🖤🥀

৫৫। ভাই ভালোবাসা শুধু নাটক আর মুভি তেই সুন্দর,
বাস্তব জীবনে খুবই ভয়ংকর 💔

৫৬। তোমার ভালোবাসায় আমি সীমাবদ্ধ;
তুমি রাখতে জানলে আমি থাকতে বাধ্য 😊😅

৫৭। তোমাকে ছাড়া অন্য কাউকে
ভালোবাসার ক্ষমতা আমার কখনো
জন্মাবে না..! 🖤🌿

৫৮। প্রেম তারই সাথে কারা উচিত,যে তুমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে🌸😊

৫৯। আমি তাকে চাই,
কিন্তু সে আমাকে চাই না,
আমি তাকে চাই,
কিন্তু সে আমাকে চাই না,
তাই আমিও বলে দিলাম বাই রাই😅

৬০। তুমি আমার মস্তিষ্কে মিশে থাকা এক অদৃশ্য অনুভূতি..!!-♡’

ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে ক্যাপশন, ভালোবাসার বিচ্ছেদ
ভালোবাসা নিয়ে ক্যাপশন ও উক্তি

৬১। একজন খুব ভালো মানুষ প্রয়োজন,
হে মাদ্রাসায় পর মানুষ হওয়া লাগবে। ❤️🥀

৬২। সে কখনো বুঝতে চাও না
যে আমার পুরো পৃথিবী লাগবে না,
তুমি থাকলেই আমি সুখী..!

৬৩। তোমাকে ভালোবাসতে গিয়ে আস্ত একটা পৃথিবী উপেক্ষা করেছি, সেটা কি তুমি ভুলে গেলে প্রিয়🥀🙂

৬৪। গোলাকার এই পৃথিবীতে ঘুরেফিরে শুধু দুঃখের সাথেই আমার দেখা হয়…🥲😌

৬৫। ভালো বাসা মারাত্মক সুন্দর বাট সবার জন্য না যেমন আমার..!💔🥀

৬৬। সে আমার হবে না যেনে ও😔
অসম্ভব ভালোবাসতাম তাকে….!

৬৭। তোমার শহরের কোণে
কেউ মায়া জমায় কি?
আমি এখনো ভাবি
সেই তোমাকে ফেরানো যাবে কি? 😅🥀

৬৮। একটি ছেলেকে সঠিক পথ এ নিয়ে আসতে 😊
– একটি মেয়ের পবিত্র ভালবাসাই যথেষ্ট ❤

৬৯। পুরুষ তুমি মায়াবী
কিন্তু ছলনাময়ী…🙂

 

ভালোবাসা নিয়ে স্ট্যাটাস

 

ভালোবাসা নিয়ে কথা বললে কি আর শেষ হয়! ভালোবাসা নিয়ে আজকের এই আর্টিকেলে রয়েছে ভালোবাসার সমারোহ।  অনেক প্রকার ভালোবাসার উদাহরণ..  ভালোবাসার পূর্ণতা নিয়ে আর বিচ্ছেদ নিয়ে বলা হয়েছে অনেক কথা। ভালোবাসা সত্যি ভয়ংকর রকম সুন্দর। পাওয়া আর না পাওয়ার মধ্যে রয়েছে অকৃত্রিম একটা টান। ভালোবাসা নিয়ে ক্যাপশন, ভালোবাসা নিয়ে স্ট্যাটাস কিংবা কিছু কথা যেন আমাদরের এই আর্টিকেলটি আপনার সেরা পাঠ যোগ্য অধ্যায় হবে আশা করি।

আরো পড়ুনঃ  169+ কষ্টের স্ট্যাটাস, কষ্ট নিয়ে ক্যাপশন, উক্তি ও কিছু কথা 2024

 

৭০। তোমাকে ভালোবেসে করেছিলাম ভুল “সারা জীবন চোখের পানি দিয়ে দিতে হয় সে ভুলের মাশুল…!!! 😅❤️‍🩹

৭১। সত্যিকারের ভালোবাসা টাকার কাছে হেরে যায়..!😥

৭২। সত্যি ভালোবাসা খুব সুন্দর,
যদি মানুষ টার মন সুন্দর হয়।

৭৩। !..এক আাকাশ পরিমান শূন্যতার মাঝেও 💔তোমাকে ভলোবাসতে ভলোলাগে..!

৭৪। সে বলতে পারে না,,,😅
_ যে তুমি আমাকে ছেড়ে দাও,,😌
_ কিন্তু আমি বুঝতে পেরেও তাকে তারপরও আমার করে সারাজীবন রাখার স্বপ্ন দেখতেছি😅💖
ভালোবাসা সুন্দর🖤

৭৫। জোর করে আমি কিচ্ছু পেতে চাই না কোনোদিন ও! না কারো সঙ্গ না কথোপকথন না গুরুত্ব না ভালোবাসা 😔☺️

৭৬। না পাওয়া সব কিছু সুন্দর …😅

৭৭। তুমি হারিয়ে যাবে কোথায় তুমি তো আমার শহরেই উড়ে যাওয়া বাঁধাহীন প্রজাপতি 🦋😌🦋

৭৮। সত্যিকারের ভালোবাসা তো একবারই আসে বারবার আসে না আর তারপর যেগুলো হয় সেগুলো তো মিথ্যা ছলনা আর তার বেইমানি! 🖤🌸

৭৯। ”ভুল মানুষ দূরেই থাকুক “
″সঠিক কেউ এসে জীবনে ফুল হয়ে উঠুক ″🥰🖤🦋

৮০। তারা নাকি ভালোবাসে, অথচ বিচ্ছেদ হলে একে অপরকে ছোট করার প্রতিযোগিতায় নামে!

প্রেমের বিচ্ছেদ, ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে ক্যাপশন, ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, ভালোবাসা নিয়ে কিছু কথা
ভালোবাসা নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস

৮১। ভালোবাসা ভয়ংকর..!

৮২। আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। বিশ্বাস করো, তোমার জায়গাটা এখনো কাউকে দি নাই। এবার বুঝো কতোটা ভালোবাসি তোমাকে..!

৮৩। যদি রাণী হতে চাও তবে রাজাকে তার রাজ্য😅
গড়ার আগমুহূর্ত পর্যন্ত পাশে থেকে যাও! 🙂

৮৪। পূর্ণতা বড়লোকদের বিষয় 😅🖤

৮৫। মানুষ ক্যান সব সময় ভুল মানুষের
প্রেমে পড়ে
আমি তারে কইলাম
কষ্ট পাওয়ার লাইগা!!🙂🖤😭

৮৬। তুমি গল্প হয়েও গল্প না,
তুমি সত্যি হয়েও কল্পনা 😅

৮৭। স্বার্থের মায়া জালে পৃথিবীটা ঘেরা,,,
ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা।

৮৮। মিথ্যা স্বপ্ন দেখানো মানুষ গুলো শেষটায়
– কষ্ট দিয়ে নিজেরা ঠিক’ই ভালো থাকে.!💔😅

৮৯। প্রেমিক হতে দেয় নি
” প্রাক্তন বানিয়ে চলে গেছে “

৯০। কি সুন্দর একটা জেনারেশন তাই না পূর্ণতার চেয়ে বিচ্ছেদ বেশি।

৯১। বিচ্ছেদের এই যুগে যারা থাকতে চায়,
তাদের যত্নে রাখো,
তারা বাগানের সবচেয়ে সুন্দর ফুল। 🥹🌼

৯২। বিকালে পূর্ণ তুমি ..🌸✨
তোমার বেইমানিতে মুগ্ধ আমি 🫠🙂

৯৩। সব বিষয়ে কষ্ট পেলে চলবে না
মন শক্ত করে ভরে দিতেও জানতে হবে..!🗿

৯৪। একদিন সেও ফিরে তাকাবে🙂
আর বলবে ওর মতো কেও ভালোবাসিনি আমায়🥺💔

৯৫। ভালোবাসা সুন্দর, কিন্তু আমার উনি এখনো জন্ম গ্রহণ করে নাই 😁

৯৬। মদ-তদ সিগারেট’ই বাঁচার বিকৃতি 🤫
জ্বলে যাওয়া হৃদয় প্রেম জাগেনা!😇
তাই’তো কখনো প্রেমিক হলাম না!🥀

৯৭। আমি আপনাকে এখনো অসম্ভব রকম ভালোবাসি,
আমি এখনো আপনাকে অসম্ভব রকম মিস করি কিন্তু আপনি আমার মানুষ না। 💔🥀

৯৮। সবাই জানে কিভাবে ভালোবাসতে হয়,
কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে
সারাজীবন একজনকে ভালোবেসে থাকতে হয়..!😅

৯৯। কবি নজরুল ইসলামের একটা কথা ছিলো, আমি জানি চিরজীবন আমাকে কাঁদতে হবে, কারন আমিযে তোমাকে চেয়েছি..!

১০০। তোমার জীবনে আমার চেয়ে ভালো কেউ আসুক, তাকে তুমি তোমার মতো করে ভালোবাসো, সেও তোমাকে তোমার মতো করে ভালোবাসুক,,,!😅💔

প্রেম নিয়ে কিছু কথা, ভালোবাসা নিয়ে ক্যাপশন
ভালোবাসা নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস

১০১। সে আমাকে তাকে ভালবাসতে বাধ্য করেছে
কিন্তু দিনশেষে সে আমাকে ভালোবাসেনি💔😭

১০২। তুমি ছাড়া আমার আপন কেউ নেই এটা আমি ও মানি,, আমার জান সেই তুমি ও আমাকে প্রতি নিয়ত ঠকিয়ে যাচ্ছো এটা তোমার সাথে সাথে আমি জানি,,!😅😅😅😅😅

১০৩। হতে চাই না কোন প্রিয়তমার প্রিয় আমি তো একাই আছি বেশ ভালো 🤟

১০৪। কিছু মানুষ কথা দেয়।।কিছু মুহূর্ত সুন্দর করার জন্য।।সারা জীবন পাসে থাকার জন্য নয়।।💔🥀🙂

১০৫। তোমাকে পাওয়ার ইচ্ছে আমার অনেক,
কিন্তু তুমি ভাগ্য ক্রমে তুমি অন্য জনার,😒😔😢

১০৬। প্রিয় মানুষটা আজীবন প্রিয় রয়ে গেলো 😅💔🥀

১০৭। আমি ভালোবাসি তাকে কিন্তু প্রকাশ করতে ব্যর্থ হাজার বার আমি💔🙂

১০৮। যেখানে আত্মসম্মান নেই সেখানে কিসের ভালোবাসা….??😅💔
যার কাছে নিজের গুরুত্ব বলে বোঝাতে হয় তার কাছে কি সত্যি ভালোবাসা পাওয়া যায়…??😊❤️‍🩹

১০৯। তুমি মনে রাখোনি আমাই…😞
তাই তো আমি ভুলতে পারিনা তোমায়😭😭

১১০। তোমাতেই মৃত্যু তার।
তোমাতেই ফিরে পায় প্রাণ।
মেয়াদ উত্তীর্ণ সব ওষুধই যেমন বিষের সমান।💔

১১১। হারানো জিনিস ফিরে পাওয়া গলে
আমি শুধু নিজেকেই ফিরে পেতে চাইবো।

১১২। এই পৃথিবীতে এখন কাউকে বিশ্বাস করা যায় না,, না আমাকে না তোমাকে কাউকেই না..! sad love..

১১৩। প্রিয়, অন্যের কাছে হলেও ভালো থাকো তুমি মানুষটা আমার খুব শখের ছিলা..!

১১৪। ভালোবাসার প্রতি আমার এক আকাশ পরিমান ঘৃণা..!😄😅💔

১১৫। মায়া জিনিসটা সত্যি অনেক, ভয়ানক 🖤

১১৬। এই শহরে ভালোবাসা যাবে”😊
কিন্তু তাকে পাওয়ার স্বপ্ন দেখা যাবে না!”🙂💔

১১৭। ভালোবাসা আর ভালোবাসির মধ্যে পার্থক্য হচ্ছে কি জানো…. আমি তোমাকে চেয়েছিলাম আর তুমি আমাকে চেয়েও অবহেলা র মহাসমুদ্রে বিসর্জন দিয়েছো….!🥀😐

১১৮। তোমার জন্য অন্য কোন নারীকে না চাওয়া আমি। 🥰
সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে..! 🥰🥰

১১৯। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতা আমার অনুভবে!🤍🌸

১১০। একটা ছেলেকে নষ্ট করার জন্য…!🙂
– একটা মেয়ের মিথ্যা ভালোবাসা অনেক..!💔🖤

১২১। তুমি ফুল হয়ে ফুটো আমার আঙ্গিনায়! আমি শিশির হয়ে জন্মাবো —তোমার কল্পনায়!!

ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে ক্যাপশন, ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, ভালোবাসা নিয়ে কিছু কথা
ভালোবাসার উক্তি, ভালোবাসা নিয়ে ক্যাপশন, ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, ভালোবাসা নিয়ে কিছু কথা

১২২। তোমার উপন্যাসের শেষ অধ্যায় হবো,,
হাতে রাখবো হাত,,
সূচনায় তো অনেকেরই নাম,,
উপসংহারে না হয় শুধু আমার নাম টাই স্থান পাক,,

১২৩। এই চোখ যতো দিন আছে,,
অন্যদের প্রেম ভালোবাসা দেখবো.! 😅☺️

১২৪। সম্পর্কে দুটো মানুষের ভালোবাসা আর উদ্দেশ্য সমান হলে,তবেই সম্পর্কের পূর্ণতা মিলে..!🌸🔥

১২৫। ভালোবাসা সুন্দর যদি সব পরিস্থিতিতে পাশে থাকতে পারেন🥰

১২৬। বিশ্বাস কর খুব কথা বলতে মন চাইছে কিন্তু সম্ভব নাহ্,
কারণ তুমি হয়ত চাও না..!

১২৭। কারো মনে ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে আর মেরে ফেলা সমান।

১২৮। আলহামদুলিল্লাহ…!এভাবেই সবার ভালোবাসা পূর্ণতা পাক….”!🤧🙂

১২৯। ইচ্ছেটা একজনের থাকলে হয় না ✨🌸অপর জনের ও ইচ্ছে থাকতে হয়😅✨

১৩০। নাপাওয়া জিনিসগুলোর মধ্যে 😓💜
মায়া একটু বেশিই থাকে….!!”,😊🥀😭🖤

১৩১। আসলে তুমি আমার ভালোবাসা দেখেছো, ঘৃণা দেখো′নি!
_<পুরুষ মানুষের ঘৃনা কি যে ভয়ানক, তা তুমি চিন্তাও করতে পারো″নি…!😊💔😅

১৩২। মানুষ কাছে আসবে, পাশে বসবে, সুখে দুঃখের আলাপ করবে, মায়া বাড়াবে আবার একদিন হঠাৎ করে হারিয়ে যাবে, ‘পৃথিবীতে চিরস্থায়ী বলে সত্যি কিচ্ছু নাই!’😊🌸

১৩২। তারে ভালোবাসতে গিয়ে নিজের পরিবার ছেড়ে দিলাম, আর সে আমাকে ছেড়ে দিল ☺️🥀। তখন বুঝতে পারলাম
ভালোবাসা সত্যিই সুন্দর কিন্তু স্বপ্নতে বাস্তবে নয়

১৩৪। যদি ভালোই বাসে তাইলে আর যাইবো কই 😅
আর যদি চইলাই যায় তাইলে ভালোবাসা ছিলো কই 🙂💔

১৩৫। আমি যাকে ভালোবাসতাম তাকে দেখতে ঠিক মানুষ এর মতোই লাগতো।

১৩৬। একতরফা ভালোবাসা বলতে কিছু নেই,হয় শক্ত করে হাতটা ধরো নয়তো ছাড়ো 🔥

১৩৭। তোমার যেদিন আমাকে মনে পরবে সেদিন চলে আসিও আমি অপেক্ষায় থাকবো 🥺

১৩৮। তুমি কাঠগোলাপ হয়ে ফটো রোজ আমার আঙ্গিনায়..!
আমি শিশির হয়ে জন্মাবো তোমার কল্পনায়..!😌🖤

১৩৯। ওগো তুমি ছাইড়া যাবা নাতো..?? তোমাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি../•°•^≠(^_^)♥️

 

ভালোবাসার উক্তি 

ভালোবাসা নিয়ে ক্যাপশন এই আর্টিকেল মাঝে মাঝে কয়েক জায়গায় ভালোবাসার উক্তি সংযোজন করা হয়েছে। যেগুলো প্রতিটি অনেক আকর্ষণী, আশা করি সেই ভালোবাসার উক্তি গুলো আপনাদের চোখে পরবে। ভালোবাসা নিয়ে অনেক কবি, সাহিত্যক কিংবা প্রবন্ধিকরা লেখেছেন। আসলে ভালোবাসার শেষ পরিণতি এক-একজনের কাছে এক এক রকম। সুন্দর নিজের মতো করে নিজের ভালোবাসাটাকে গুরুত্ব দিন, এবং ভালোবাসুন। এটা রয়েছে অন্যরকম এক শান্তি। 

আরো পড়ুনঃ  101+ বই নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, বিখ্যাত উক্তি ও কবিতা | বই পড়া ও বইমেলা নিয়ে কিছু কথা

 

১৪০। এক মুঠো বিকেল দিও! দিও কিছু সন্ধ্যা! তোমার খোঁপায় বেঁধে দিব গোলাপ কিংবা রজনীগন্ধা।😇

১৪১। হাসি’টা ছড়িয়ে দাও..মনে থাকুক ক্ষত….
আনন্দ সর্বজয়ী… দুঃখ ব্যক্তিগত..!

১৪২। তুমি ভাবছো সব শেষ! অথচ, পাতাবিহীন গাছটিও দাঁড়িয়ে থাকে বসন্তের আশায়। তাহলে কেনো তুমি হতাশ। ভরশা রাখো তোমার রবের প্রতি।🖤🥀

১৪৩। মানুষের প্রেমে না পরে প্রকৃতির প্রেমে পরো🌸

১৪৪। আমি তোমার কাছে শুধু আগের তুমি’টা রেই ভিক্ষা চাই💔🥀

১৪৫। ফুল সুন্দর চাঁদ সুন্দর, এই দুইটার চেয়ে বেশি সুন্দর আমার মহারানী 😊।..! 🥀🖤

১৪৬। সে লজ্জাবতী
তার ওই দুটো চোখ মায়াবতী
সে আমার প্রিয় জন
অন্ধকারে ও রূপবতী….☺️

১৪৭। নিজেকে সময় দেও,নিজেকে নিয়ে ভাবো,নিজেকে ভালোবাসা, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারেনা..!☺️✨🖤

১৪৮। আমি তাকেও হারিয়েছি যে প্রতিটা সেকেন্ড আমাকে হারানোর ভয় পেত,,,! 😅

১৪৯। শেষ বিকেলের পুণ্য তুমি
তোমার প্রেমে মুগ্ধ আমি 🥰

১৫০। হারিয়ে ফেলেছি মানসিক শান্তি!🙂🥹ツ࿐”❝༆কারো”আলোকিত”
শহরে”হাটতে”চাইনাツ࿐”🙂
━━━━━━ ⊙ ━━━━━━
🌻🌸🍀ツ ࿐”❝নিখোঁজ”হয়ে”থাকতে”চাই
আমি”আমার”শহরেツ࿐”❝🙂

১৫১। তুমি কাঠগোলাপ হয়ে ফুটো আমার আঙ্গিনায়,আমি শিশির হয়ে জন্মাবো তোমার কল্পনায়..!🤍

১৫২। রঙহীন জীবনে রঙীন মানুদের সাথে রঙে,রঙ মিলিয়ে চলাটা খুব মুশকিল তাইত অনেক সম্পর্ক রঙহীন হয়ে রয়ে যায় (সজীব)🥀🌿

১৫৩। অন্যের ভালোবাসা দেখে ভাবি; কোনো একজন আমারও ছিলো!🌺

১৫৪। তোমারে আমি বোঝাতেই পারলাম না যে…!
তোমারে আমি কতটা ভালোবাসি 🌸🥀❤️‍🩹

১৫৫। তোমাকে ভালবাসতে বাসতে আমার আয়ু কমুক।তোমাকে পাওয়ার নামে আমার অসুখ নামুক।তোমার সাথে আজীবন থাকার একটা অভিশাপ নামুক জীবনে।তোমার সাথে বৃদ্ধ হয়ে মরতে চাই

১৫৬। আমার এক আকাশ পরিমান ভালোবাসা যখন তোমার রিদয়ে স্পর্শ করতে পারে নি তখন প্রিয় মেনে নিলাম আমি তোমাকে কখনো ভালোবাসি নি 😅😓🌸

১৫৭। জীবনে কেউ একজন থাকুক “”
– যার জন্য বুকের বামপাশে একটু কাপনি উঠুক..!🙂💔

১৫৮। তুমি সেই আকাশ য়ের চাঁদ জাকে শুধু দেখা যায় ছোঁয়া যায় না 💔

১৫৯। আম্মু বলেছিল, যেখানে তুমি ভালো থাকবা সেটাই ভালবাসা💔😊

১৬০। এবার ফিরে আসলে আর হারাতে দিবো না তোমাকে…… //

১৬১। তুমি একবার ভালোবাসো আমায় আমি সারা জীবন আগলে রাখবো তোমায়..!

১৬২। সবচেয়ে স্পেশাল মানুষটাই আমাদের স্পেশাল স্মৃতি সময় আর কষ্ট আঘাত উপহার দেয়

১৬৩। মায়াবতী আমার না
তার পরেও কেন এতো মায়া,,,,!🖤😅

১৬৪। ভালোবাসা মারাত্মক সুন্দর …
তুমি যাকে ভালবাসবে সে তারায় তারায় রটিয়ে দেবে তুমি শুধুই তার….
ভালোবাসার মতোই ভালবাসতে হবে…💕

১৬৫। মন চায় ভালোবাসা..!
মস্তিষ্ক চায় সফলতা 🍃
আত্মা চায় শান্তি 😅🙂

১৬৬। আমি এক জনেতে ব্যস্ত..!
আর সেই মায়াবতী শত পুরুষে আসক্ত..। 😅💔

১৬৭। আমার আকাশ সমান ভালোবাসার মাঝে তুমি এক নক্ষত্র ❤️

১৬৮। বাতাস তুমি আমার হয়ে ছুয়ে দিও তাকে
প্রতিটা মূহুর্ত আমি অনুভব করি যাকে🥰🥰

১৬৯। তুমি যতই মেসেজ দেও বা কল দেও না কেন”
তারপরও মেসেজ Seen হবে না” আর Call Back পাবে না…!🌸

১৭০। যোগাযোগ না হলেও কিছু মানুষ সব সময় প্রিয় থাকে.. ❤️‍🩹🙂

১৭১। ভালোবাসা মূল্যবান যদি সেটা আসল হয়🌸🥀

১৭২। প্রহর শেষে আলোয় রাঙ্গা সেইদিন চৈত্রমাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ…🖤🥀😔

১৭৩। জীবন থেকে একটু সুখ উপহার চাইছি..!😅
কিন্তু জীবন আমাকে দুঃখ উপহার দিয়ে গেল.. 💔

১৭৪। দিনশেষে টাকাই সবকিছু রে ভাই.:প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মাঝে যে শান্তি,সেটা অন্য কোথাও পাওয়া যায় না..!🌸

১৭৫। যে নারী ভালোবেসে কেঁদেছে সেই জানে ; প্রেমিকের ওপরে পৃথিবীতে আর কোনো বড় রাজনীতিবিদ নেই! 😅

১৭৬। তুমি আমায় ঠকাইছো দুঃখ পাইতাম না? কিন্তু এটা ভেবে খুব কষ্ট হয় রাতে ঘুম হয় না
ঠকতে ঠকতে তোমার কাছে আসলাম আর তুমিও ঠকাইলা😭😭

১৭৭। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসাকে বেধে যে রাখে।

১৭৮। আমার ক্লান্ত মস্তিষ্কের শিরায় শিরায় তোমার প্রতারণার ছবি আঁকা। ☺️

১৭৯। আজ তুমি নেই বলে জীবনের গল্পটা লেখা হলো না,,,!

১৮০। ভালোবাসা এসেছিল নিরবে..❤️‍🩹
চলে গেছে গোপনে !🙂

১৮১। একটি ছেলেকে সঠিক পথ এ নিয়ে আসতে…!💝
একটি মেয়ের পবিত্র ভালবাসাই যথেষ্ট।💝🦋

১৮২। দূরত্ব কিছুই না!
যদি তোমার অনুভতি আমার জন্য সত্তি হয়…🥰🥀

১৮৩। চেয়েছি আমার সর্বস্ব দিয়ে
কিন্তু পাইনি তাকে আমার করে 🥰

১৮৪। হারিয়ে ফেললাম মানসিক শান্তি 🙂

১৮৫। রেখে দিন না আমাকে আপনার করে 🥀🥀
আমি থাকতে চাই আপনার শহর জুড়ে 🌻🦋🌼🥀

১৮৬। আমি হবো জাদুকর..!🤡
খেলনা হবে নারী…!👰
মন্ন্র হবে money..!💷

১৮৭। তুমি আমার ক্লান্ত মস্তিষ্কে…!
মিশে থাকা এক গুচ্ছ ভালোবাসা 🥰

১৮৮। তোমাকে দেখার এক অদ্ভুত লোভ… 🙃 🌿
আমাকে আজীবন দুঃখী করে রাখবে..
অথচ.. “”তুমিও জানতে তোমাকে ছাড়া 🍁আমার ঠিক কতটা কষ্ট হবে..!😊😔🙂

 

ভালোবাসা নিয়ে কিছু কথা

 

ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে, এখানে যতগুলো বাক্য উপস্থাপন করা হয়েছে।  সবগুলোই ভালোবাসা নিয়ে কিছু কথার অংশ। ভালোবাসা মূলত কি?.. আর সবাই এতো ভালোবাসা খুঁজে কেন?. টাকাও তো অনেকেই খুঁজে তাহলে যারা টাকা খুঁজে তারা কি ভালোবাসে বাসে না?.. ভালোবাসার জন্য যে সুন্দর একটা মন দরকার সেটা হয়তো সবার আছে। কিন্তু পূর্ণতা পাচ্ছে না কেন?. এমনি হাজারো প্রশ্নের উত্তর ও বিবেক আবেগ দিয়ে লেখা অনেক কথাই আছে এই  ভালোবাসা নিয়ে ক্যাপশন আর্টিকেলে। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে। আপনার ভালোবাসা নিয়ে কোন মতামত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা তা অবশ্যই প্রকাশ করবো, তুলে ধরবো সকলের মাঝে। পড়ুন পড়ুন পড়ুন, এবং লেখুন….

১৮৯। কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে.। 🥀
যদি সেখানে ভালোবাসাই না থাকে.!💔🥀

১৯০। আমি তাকে ভালোবেসেছিলাম😌
কিন্তু তার সময় হয়নি আমাকে ভালোবাসার 😅

১৯১। যখন তুমি কাউকে জীবনের থেকে বেশি ভালোবাসবে,
তখন ওই ভালোবাসা টাই তোমার জীবন টা কেড়ে নিবে,,,😔🥺🙂

১৯২। একা বসে ভাবি, কতটা মায়াবী তুমি!
আর সেই মায়াতে আসক্ত আমি🥺

১৯৩। জোর করে অধিকার দেখানের চেয়ে
চুপ চাপ হারিয়ে যাওয়া-ই ভালো ❤️‍🩹😅

১৯৪। অনুভুতি যেখানে শুন্য..!
হাঁসি মুখ সেখানে নিস্তব্ধতার গল্প মাএ 💔😅

১৯৫। তোমাকে ছাড়া অন্য কাউকে
ভালোবাসার ক্ষমতা আমার কখনো
জন্মাবে না..!🖤🎀

১৯৬। সকালের প্রেম বিকালে ভেঙে যাওয়ার এই যুগে আমি আপনাকে নব্বই দশকের মতো ভালোবাসি…>3💗🥺🫰
𝐋𝐲𝐫𝐢𝐜𝐬 𝐒𝐚𝐲𝐬 𝐄𝐯𝐞𝐫𝐲𝐭𝐡𝐢𝐧𝐠.❤️‍🩹😌

১৯৭। তোমার চোখের অন্তত মায়ায় পরে, আমি নিজেকেই চিনতে পারিনি 😅

১৯৮। কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই উত্তম..।!! ❤️‍🩹🥀

১৯৯। ভালোবাসা বিহীন অস্তিত্বহীন মানুষের প্রতিটি দিনই তো এক একটি ক্যাপশন তাহলে অন্য ক্যাপশন কিভাবে বলি বলি?

২০০। তুমি আমার অনেক শখের খুঁজে
পাওয়া এক প্রজাপতি নীল! 💙🦋

২০১। তাকে পাওয়ার ইচ্ছে ছিল ঠিক ততটা…🥀
🍁একজন অন্ধ মানুষের পৃথিবীর আলো দেখার ইচ্ছে যতটা…. 😅🌿

২০২। সম্পর্ক শব্দটা খুব ছোট!
কিন্তু গড়াটা ভীষণ কঠিন!😅

 

নিয়মিত পড়ুন এবং লেখুন, চাইলে চিরকুটে সাহিত্য প্লাটফর্মের মাধ্যমে বই ও প্রকাশ করতে পারবেন শর্ত সাপেক্ষে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *