মুক্তি কলমে মেহেদী হাচান মাহফুজ

 মুক্তি
মেহেদী হাচান মাহফুজ

মন যে তোমার পাপে বন্ধী
নেই তার কোনো খোঁজ
অর্থের তরে অ-জ্ঞানী তুমি
সৎ কর্মে মহা কাপুরষ

পরের দোষ পরিমাপে তুমি
নিজের জায়গায় ফানুস
ক্ষমতার তরে শিকল বন্ধী
আর কত সহিবে মানুষ

অপরাধে পূর্ণ তোমার ঘটি
অসৎ কাজে শ্রেষ্ঠ তুমি
নিজ কর্মে মহিমান্বিত গুণী
সর্ব তরেই তুমি দোষী

মনুষ্যত্ব যদি আসে ফিরে
অন্যায়ে জন্মাবে ক্ষোভ
সবাই মিলে করিবে পতন
তোমারই রাজ ভোগ

কবে হবে শোষণ হতে মুক্তি
দীর্ঘশ্বাস ফেলবো আমি
সজ্ঞানে পূর্ণ হলো শত যুক্তি
কারাগারে যাবেই তুমি

ক্ষুধা নিবারণ করবে বলে
করেছো নিদারুণ চুরি
অপবাদ মিথ্যে তোমার তরে
তুমিই কালের অকল্যাণী

জবাবদিহিতা যত আমাদের
তুমি তো রাজার বেসে
সময় শেষে আত্মা ছিন্ন হবে
তা কি স্মরণে আছে

রঙরঙা এই ধুলোর আবেশে
গঠন করেছো নিজেকে
ঐক্য ছিন্নে অপরাধী হয়েছো
রাখোনি চিন্তা মুক্তি নিয়ে

হিসেব যে দিবে তুমি অপারে
প্রস্তুতি কতটুকু নিলে
মানুষ বলে যে গণ্য করবে
তার কি প্রমাণ দিবে

অমানুষ হয়ে কাটাচ্ছ সময়
পাবে কি খুঁজে নিজেকে
সবাই ক্ষমা না করিলে হায়
ঠাই কি মিলিবে পরকালে

মোহের নেশায় পড়েছো তুমি
রঙিন চশমার আবরণে
কবে তোমার মিলিবে মুক্তি
শান্তি বইবে সবার তরে

লুটপাটে হয়েছো পরম ধন্য
উপাধি তোমার অবিশ্বাসী
শালিশ বসবে তোমার জন্য
ন্যায়ের প্রতি আস্থা রাখি

মুক্তি মিলবে ঠিকই একদিন
ধ্বংস হবে তোমার ছায়া
সকলে হবো মানুষ সেইদিন
কেটে যাবে পৃথিবীর মায়া

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  ভালোবাসা কারে কয় কলমে তাসনিয়া ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *