নাঈম ইসলাম বাঙালির একটি প্রবন্ধ ‘সাহিত্য ও বিজ্ঞান এক নয়’

 

সাহিত্য ও বিজ্ঞান এক নয়
 নাঈম ইসলাম বাঙালি

সাহিত্যের যেমন গভীরতা রয়েছে বিজ্ঞানেরও তেমন গবীরতা আছে। তাহলে বলতে পারেন সাহিত্য ও বিজ্ঞান একই। না এটা আপনার ভুল ধারণা সাহিত্য ও বিজ্ঞান দুটা সম্পূণই বিপরীত। একটার সাথে আরেকটার কোনো মিল নাই, তবে কিছু সাইন্স ফিকশন লেখা রয়েছে যেটা বিজ্ঞান নির্ভর তবে সেটাকে সম্পূর্ণ সাহিত্যের অন্তর্ভুক্ত করা যায় না। এবার আসুন বিজ্ঞান আর সাহিত্যের কয়েকটি পার্থক্য দেখি। কয়েকটি উদাহরণ এর মাধ্যমে আপনি স্পষ্ট হতে পারবেন। বিজ্ঞানের ভাষায় আমরা জানি, পৃথিবী ডিম্বাকার বা প্রায় গোলাকার যার কোনো কোণা নেই কিন্তু সাহিত্যের দিকে তাকালে বিভিন্ন কবিদের মুখে শুনা যায় পৃথিবীর কোণায় কোণায় মানুষ বাস করে। তাহলে কি তারা ভুল বলেছে? না তারা ভুল বলে নাই তাদেরটাও সঠিক, এজন্যই আমি বলেছি বিজ্ঞান আর সাহিত্য এক নয়। এখানেই আমরা স্পষ্ট বিজ্ঞান আর সাহিত্য আলাদা। বিজ্ঞান হলো ব্যবহারিক আর সাহিত্য সেখানে কাল্পনিক। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে তাহলে কি আমরা সাহিত্যেকে মানবো না? অবশ্যই মানবেন, একটা কথা মনে রাখবেন সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে সাহিত্য, সাহিত্য মানুষের অনুপ্রেরণা যোগায়। সাহিত্য একটি জাতি এবং ভাষার মূল। সাহিত্য ছাড়া জাতি অন্ধ আর বিজ্ঞান অচল। মানুষ যেখানে অন্ধ সেখানে তো বিজ্ঞানের কোনো কল্পনায় করা যায় না। সাহিত্য হলো আবেগ আর অনুভূতির জায়গা কিন্তু বিজ্ঞান আবেগের নয় এটা তথ্যনির্ভর। সাহিত্যের আলোয় বিজ্ঞান আলোকিত। বিজ্ঞানকে তথ্যনির্ভর করেছে সাহিত্য। আরেকটি উদাহরণ দেখা যাক, বিজ্ঞান বলে পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য কিন্তু সাহিত্যের ভাষায় এটা সমর্থন করা যায় না। আমি সবসময় একটা কথা বলি, এটা দ্বারাই প্রমাণ করা যাক, আমার একটা উক্তি এমন “পৃথিবীর সকল শক্তির উৎস ভালোবাসা আর ভালোবাসা ছাড়া সকল শক্তিই অচল “। তাহলে এখানেও প্রমানিত বিজ্ঞান আর সাহিত্যের ভাষা এক নয়। সাহিত্য ও বিজ্ঞান ভিন্ন। এরকম আরও অনেক কথা রয়েছে যেগুলো বিজ্ঞানের সাথে মিল নেই।

আরো পড়ুনঃ  বর্ষাকাল প্রকৃতির অনন্য উপহার
আরো পড়ুনঃ নাঈম ইসলাম বাঙালি’র সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী

যদিও সাহিত্য বিজ্ঞানের সাথে মিল নয় কিন্তু সাহিত্যের মাঝে রয়েছে আবেগ, অনুভূতি, মূল্যবোধ, মানবতা ও মনুষ্যত্বের পরিচয় যেখানে মানুষ অন্ধকার থেকে বেড় হয়ে আলোকিত হচ্ছে। বিভিন্ন কবি সাহিত্যিকের অমর বাণীগুলো শুনে মানুষ অনুপ্রাণিত হচ্ছে এবং সফলতার শিকরে বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তাই সাহিত্য বিজ্ঞানের সাথে মিল না থাকলেও তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

 

লেখকের ছবি

সাহিত্য ও বিজ্ঞান এক নয়

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *