অনুরাগে তুমি
মারুফা পারভীন
দেখ না ওহে, কাজল মায়াবিনী আঁখি,
খোল না ওই চোখ জোড়া পাপড়ি।
রুপ লাবণ্যে ভরা তৃণ ভূমি
সবুজ-শ্যামলের বনাদী রাণী,
তরুছায়া মসী মাখা গ্রাম খানি
সে যে আমার জননী জন্মভূমি।
স্নিগ্ধ আঁখি তুলি চাহি
স্মৃতি কাতর ভুলিতে নাহি পারি,
পড়ে মনে হই না তখন বিরাগী
তার প্রতি সর্বদা আমি অনুরাগী।
প্রকৃতি আপন মনে সেজেছে
নির্লিপ্ত সুপ্তিতে রেখেছো বেধে।
কোকিলের মিষ্টি সুরের কুহুতান
মুখরিত রেখেছে গ্রাম খান।
গ্রামের আঁকা বাঁকা মেঠো পথে
কাদা মাটি মেখে চলি প্রতি ক্ষণে।
ভোরে পাখির কিচিরমিচির
বয় প্রকৃতির আপন সুর।
বাতাসে তরুর মর্মর ছায়া,
রাশি রাশি চালা ঘরে সারা।
আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য