আমার শ্যামলা গ্রাম! কলমে নিশীতা সুলতানা (শিল্পী)

কবি পরিচিতিঃ নিশীতা সুলতানা শিল্পী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিরাহীমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সরকারি মুজিব কলেজ থেকে ডিগ্রী (গ্রাজুয়েশন) শেষ করে এখন নোয়াখালী সরকারি কলেজে মাস্টার্স (Department of Political Science) অধ্যয়নরত আছে। জীবনে ঘিরে থাকা অন্ধকারটাই লিখতে শিখিয়েছে। সাহিত্য চর্চা এবং লেখালেখি তার পছন্দের মাধ্যম। তার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থঃ “মানুষ চিনতে ভুল কর”, ” হারানোর ভয়” নিঃসংশ আত্ম-চিৎকার” সহ “জীবন সংগ্রামে রুপকথা” গল্পটি প্রকাশ পায় সাথে সম্মাননা সনদ। পাঠকের উৎসাহ পেলে আরও লেখার আগ্রহ বাড়বে। সকল পাঠকের কাছে দোয়া প্রার্থী।

 

আমার শ্যামলা গ্রাম!
নিশীতা সুলতানা (শিল্পী)

শস্য শ্যামলা গ্রামটি আমার
নামটি বিরাহীমপুর!
এই গ্রামের আলো-বাতাসে
আমার জীবন ভরপুর।

কুমার-কামার, শ্রমিক-কৃষক,
জেলে মজুর তাঁতি।
বসবাস করি আনন্দে সেথায়,
মিলে-মিশে আমরা সবাই।

আমার গ্রামের তাল-তলাতে
আছে শীতল ছায়া,
মূসাপুরের নদীর কোলে
আছে স্নেহ মায়া।

পাড়ায় পাড়ায় ঘুরে বাউল
আপন মনে গায় যে গান,
মুয়াজ্জিনের সুরে সকাল সাঁঝে
ভোরের পাখি ডাকছে তাই।

আমার গ্রামে আসলে তোমার
মন যা যাবে ভরে,
গ্রামটি আমার, ছেড়ে তোমার
ফিরতে হবে কষ্ট।।

 

আরো পড়ুনঃ-

১। কবিতার শিরোনাম স্মৃতির ডায়েরি কলমে মারুফা পারভীন

২। কবিতার শিরোনাম কদম ফুল কলমে কবি জামাল

৩। কবিতার শিরোনাম ইহকাল পরকাল, কলমে আল মামুন ইসলাম

৪। কবিতার শিরোনাম কল্পনা, কলমে আয়েশা সিদ্দিকা

আরো পড়ুনঃ  অথচ এমন স্বপন সিংহা বাবু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *