আমি এক মধ্যবিত্ত কলমে শরিফুল ইসলাম

আমি এক মধ্যবিত্ত
শরিফুল ইসলাম

পৃথিবীর প্রতিটি মোড়ে মোড়ে কতশত দোকান।
শুধুই দেখেই যায় আর ভাবতে থাকি,
পকেটে হাত দিই,নেই কোনো টাকাপয়সা।
আমার জীবনটা তবে এই রকম! আমি মধ্যবিত্ত একজন।
রাস্তার ধারে কত বড় শোরুম
খুব তো শখ করে একটি ফ্রিজ ও টিভি কিনি-
কিনতে পারি না কারণ আমি এক মধ্যবিত্ত।
অনুষ্ঠানে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা দামী দামী কাপড়, জুতা পড়ে, আমার খুব খারাপ লাগে কারণ আমি এক মধ্যবিত্ত।
সারাদিন কাজ করে সামান্য অর্থ দিয়ে, নুন আনতে পান্তা ফুরায়, তাই রেস্টুরেন্টে সামনে দিয়ে নিজেকে যেতে খারাপ লাগে কারণ আমি এক মধ্যবিত্ত।
অনেকে টাকার অভাবে পড়তে পারে না,হতে পারে না ডাক্তার, হতে পারে না দেশসেরা ইন্জিনিয়ার কারণ এরা মধ্যবিত্ত।
বড় মাইক্রো,মোটরসাইকেল কেনার সাধ্য নেই পায়ে হেঁটে তাদের পথচলা কারণ এরা মধ্যবিত্ত।
হাজার টা স্বপ্ন দেখে, স্বপ্নটা মিছে হয়ে যায় কারণ এরা মধ্যবিত্ত।
মধ্যবিত্ত পায় না ভালো সেবা
পায় না ভালো খেতে
তবুও তাদের দিনকাটে অনাহারে।
স্বপ্নটা আর বাস্তবতা কোনোদিন এক হয় না। কেনো?শুনেন তবে!
আপনার টাকা নেই, আপনাকে কেউ প্রাধান্য দিবে না,
ভালোবাসতে চাও?ভালোবাসা পাবে না কারণ আপনি মধ্যবিত্ত।

 

কবি পরিচিতিঃ হাসি মুখে সবার সাথে কথা বলা মানুষটা শরিফুল ইসলাম। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কল্ল্যাবার গ্রামে ৩০ এ নভেম্বর ২০০৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি গোলাম মওলার দ্বিতীয় নন্দন। সেই ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি অসীম আগ্রহ। দশম শ্রেণি থেকেই নিজের সবটুকু আবেগ ভালোবাসা দিয়ে লিখেন প্রতিটি কবিতার লাইন বাক্য। তিনি ২০২২ সালে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজ অধ্যয়নরত আছেন। তাঁর লেখা প্রথম কবিতা ” চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি”এবং “সাহিত্যের দিশারী অদম্য ইচ্ছাশক্তি” এই যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে।

2 thoughts on “আমি এক মধ্যবিত্ত কলমে শরিফুল ইসলাম”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *