এলো নতুন বছর ৩টি বাংলা কবিতা

এলো নতুন বছর
নারগিস খাতুন

এলো নতুন বছর
বৈশাখ নিয়ে এলো
ঘরে ঘরে খুশির আলো।

বাঙালির পাতে পাতে
থাকবে ইলিশ দয়,
খাবে সবাই আনন্দে
নতুন বছরের আসায়।

নতুন বছরের নতুন করে
দেখব নতুন করে
এই বিশ্ব ও বিশ্ব বাসীকে।

এসো হে বৈশাখ নতুন বছর নিয়ে
নতুন করে মিলবো আবার
তোমারই আগমনে।

এলো নতুন বছর
শুভদীপ সাহা

আকাশের রঙ আরও উজ্জ্বল
এলো নতুন বছর,
জমানো আছে যত স্বপ্ন আশা
আনবে খুশির খবর।
নতুন রূপে দেখবো সকলজন
নব চেতনার আলো,
ছড়িয়ে পড়বে প্রেমের-ই বাণী
সম্প্রীতির আলো জ্বালো।
নতুন প্রেরণা মনেতে জাগিয়ে
কর্মে দাও সুমতি,
হারিয়েছো যা ভুলে যাও সব
যতই হোক ক্ষতি।
ভরসা রাখো সদা নিজের প্রতি
হারিয়ো না তা কভু,
নতুন বর্ষ উঠবে রঙীন সাজে
দিশা দেবেন প্রভু।
এগিয়ে চলো অদম্য সাহসেই
সবার আশীষ নিয়ে,
হাস্যময় মুখে রেখো সকলকে
রেখো আনন্দে ভরিয়ে।

এলো নয়া সাল
মোহাম্মদ আরজু মিয়া

বৈশাখের প্রথমপ্রহরে
গ্রাম আর শহর নগর বন্দরে,
বিজলী বাতি চমকায়
আহা! কী অপরূপ দেখা যায়।

ইলিশ পান্তাভাতে
আজ বাঙ্গালীরা উঠবে মেতে,
বিশ্ব দেখবে সংস্কৃতির পূর্ন জাগরণ
সাজো তুমি যেমন খুশি নেই কোন বারণ।

কৃষাণী ছুটে কলসি কাঁকে
ঐ কৃষক কাঁটে ধান,
শিল্পী আঁকেন রঙ তুলিতে
বাউলের মুখে ফোটে বাংলার গান।

চিরচেনা বাংলা আমার
নতুন সাজে নিয়েছে সাজ,
পুরোনো বছরের হল অবসান
নতুন জেগেছে আজ।

এসো এসো হে-বৈশাখ
পুণ্য নিয়ে মোদের তরে কর আগমন,
মুছে দাও আমাদের থেকে
বিগত সকল দুঃখ ব্যাথা জ্বালাতন।

ভাসাইওনা জমীন বদন
দিয়ে তব অনাকাঙ্ক্ষিত ভরা
ফুল ফসলে উঠুক ভরে
ঐ নিখিল বসুন্ধরা।

আরো পড়ুনঃ  মিলিবে কি দেখা তার..!?!কলমে রাহমা জাকিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *