ঐ তো মোদের নদী
কে, এম, বেলাল উদ্দিন
গাঁয়ের পাশে বয়ে গেছে
মাতামুহুরি নদী,
একেঁ বেঁকে চলে গেছে
ঐযে নিরবধি।
জেলারা করে বাস
মোদের গ্রামে,
মাছ ধরতে যায় দিন রাত্রে
বৌ বাচ্চার প্রেমে।
ভয়হীন জেলেরা দেখে
মিষ্টি চাঁদের হাসি,
মাছ ধরে ঐ আলোতে
বাজায় তারা বাঁশি।
আমার গাঁয়ের শ্যমল ছবি
এসো দেখতে যদি,
কুঁড়ে ঘরে থাকি বেলাল
দক্ষিণে সেই নদী।
পশ্চিমে মোর আমের বনে
স্বর্ন লতার ঝাঁক
গ্রীস্মের দক্ষিণা হাওয়ায়
মন টানে না কার।