ওরে দামাল ছেলে
উম্মি হুরায়েরা বিলু
জেগে ওঠো বাঙালি
ফের আবার,
অধিকার আদায়ে
আজ রাজাকার।
কেড়ে নিলো ওরা
মায়ে বস্ত্র বোনের মান,
কেড়ে নিলো ওরা
আমার ভাইয়ের প্রাণ।
রক্ত নদী বইয়ে দিলো
ঝরে গেলো কত তাজা প্রাণ,
জাগতে হবে আজ তোমাদের
রাখতে স্বাধীনতার মান।
ছেলের সামনে মায়ের ধর্ষণ
বোনের সামনে ভাই,
চাই নি আমরা এমন দেশ
স্বাধীনতা চাই।
ইতিহাস মোদরে বীরত্বে গাঁথা
ভুললে চলবে না আজ,
মুখের কথায় আর হবে না
আর হবে না কাজ।
জেগে ওঠো ওরে দামাল ছেলে
হাতে তুলে নেও অস্ত্র,
ফিরিয়ে দিতে হবে আজ
মা বোনেদের বস্ত্র।
রাজ পথে আজ পাচ্ছি দেখতে
আমার ভাইয়ের রক্ত,
একতাবদ্ধ হলে সে বন্ধন
ভাঙা বড়ই শক্ত।
দল নয় মত নয় সবাই তো এক
সবাই আমরা বাঙালি,
দিতে হবে জবাব তাদের
কেন চললো গুলি।