হারিয়ে গেলে কবি তুমি কলমে মদিনা তাবাসসুম
হারিয়ে গেলে কবি তুমি মদিনা তাবাসসুম কবি, তুমি এলে ছিলে বিদ্রোহী সুর তোমার গাওয়া ভজন গুলো কতনা মধুর। সাম্য ও সম্প্রীতি তুমি এনেছিলে, সেই তুমি কেন আজ স্তব্ধ হয়ে গেলে? হাসিয়েছ, কাঁদিয়েছ তুমি শীষ খসখস তানে, ঈদের খুশিকে খুঁজে পাই তোমার গাওয়া গানে। ভোর হলেও দোর খোলে না আজ খুকু, তাকে তো ডেকে দেয় না […]