হবু লাশ থেকে লাশ হলাম! কলমে মালুফা ইসলাম
হবু লাশ থেকে লাশ হলাম! ~ মালুফা ইসলাম ভাবছি, এই দীপ্তিময় পৃথিবী ছেড়ে, হুট করেই অন্ধকারে চলে যাবো! যদি নিজেকেই আলোকিত করতে না পারি; গোরের রশ্মি কোথায় পাবো? হঠাৎ উন্নীত হলাম! হবু লাশ থেকে লাশ হলাম! প্রভাতে আবছা আলোয় হেঁটেছি কত, ইশ! যদি এক চিমটি আলো রেখে দিতে পারতাম? যদি হাঁটতে হাঁটতে তাসবিহ পাঠে বিভোর […]