কবিতা

পথশিশু | কবি উম্মি হুরায়েরা বিলু

পথশিশু উম্মি হুরায়েরা বিলু দুখের অনল বুকের মাঝে জ্বলছে দিবা রাত, ফুটপাত আজ কাটে জীবন জোটে না মুখে ভাত। কে বাবা মোর মা বা কোথায় জানি না তো কিছু, এই সমাজে বাঁচি মোরা করে মাথা নিচু। এই শহরের মানুষ গুলো ভীষণ স্বার্থপর, মোদের তারা দেয় যে গালি মারে লাথি চড়।

পথশিশু | কবি উম্মি হুরায়েরা বিলু Read More »

ভুল মানুষ কলমে কানিজ ফাতেমা রুকু

ভুল মানুষ কানিজ ফাতেমা রুকু অবুঝ মনে প্রশ্ন আমার, কিভাবে কেউ পারে? অনেক কথা,আশা দিয়ে যেতে ছেড়ে চলে। হাতের উপর হাত রেখে কিভাবে কেউ পারে, শত প্রশ্ন, বিস্বাদ আরো সব কিছু সব ছেড়ে। দোষ দেওয়ার বাকি কিছু নেই অজুহাত কত কিছু দোষ হলেও মাথা উচু তার আমার মাথা নিচু। থাকার যদি থাকতোই সে দিতো না

ভুল মানুষ কলমে কানিজ ফাতেমা রুকু Read More »

কবিতার নাম: হবু লাশ থেকে লাশ হলাম! লেখিকা: মালুফা ইসলাম

হবু লাশ থেকে লাশ হলাম! কলমে মালুফা ইসলাম

হবু লাশ থেকে লাশ হলাম! ~ মালুফা ইসলাম ভাবছি, এই দীপ্তিময় পৃথিবী ছেড়ে, হুট করেই অন্ধকারে চলে যাবো! যদি নিজেকেই আলোকিত করতে না পারি; গোরের রশ্মি কোথায় পাবো? হঠাৎ উন্নীত হলাম! হবু লাশ থেকে লাশ হলাম! প্রভাতে আবছা আলোয় হেঁটেছি কত, ইশ! যদি এক চিমটি আলো রেখে দিতে পারতাম? যদি হাঁটতে হাঁটতে তাসবিহ পাঠে বিভোর

হবু লাশ থেকে লাশ হলাম! কলমে মালুফা ইসলাম Read More »

একলা আমি | কবি উম্মি হুরায়েরা বিলু

একলা আমি উম্মি হুরায়েরা বিলু আঁধার রাতের চাঁদটা বুঝি আমার মতোই একা, মেঘলা আকাশ আমার মতোই বিষাদ দিয়ে ঢাকা। আমার জীবন কেমন জানি কুলহীনা এক নদী, জীবন আমার চলছে ভালোই তবে দুঃখো নিরবধি। সুখের তরে দুঃখো আমি খরিদ করি রোজ, দুঃখো নিয়ে আছি কেমন কেউ রাখেনি খোঁজ। একলা আমি আমার মতোই নিরব পথে চলি, একলা

একলা আমি | কবি উম্মি হুরায়েরা বিলু Read More »

দুখের কথা | কবি উম্মি হুরায়েরা বিলু

দুখের কথা উম্মি হুরায়েরা বিলু আমি ছিড়ে ফেলেছি ডায়েরির পাতা, ছিড়তে পারিনি আমি মনের খাতা, এ বুকে জমা আছে হাজারো ব্যথা, হয় নেই বলা কভু দুখের কথা।

দুখের কথা | কবি উম্মি হুরায়েরা বিলু Read More »

কাশফুল | কবি উম্মি হুরায়েরা বিলু

কাশফুল  উম্মি হুরায়েরা বিলু কাশফুল তুমি সুবাসহীন তাও লাগে স্নিগ্ধ, তোমার অপরূপ রূপে আমি হয়েছি মুগ্ধ। শরৎকালে হয় তোমার শুভ আগমন, তোমার বাগিচাতে মোরা করি যে গমন। শরতের নীল আকাশে তুলো মেঘ ভাসে, কাশফুলের মৃদু ছোয়ায় হৃদয়ে শান্তি আসে। দমকা হাওয়ার তালে দুলে ওঠে শির, ইচ্ছে জাগে তোমার পাশে গড়ি ছোট্ট নীড়।

কাশফুল | কবি উম্মি হুরায়েরা বিলু Read More »

তাঁর হাসি | কবি বাবুই

তাঁর হাসি বাবুই তাঁর হাসি মন কারা ছিলো মধুময়, যিনি ছিলেন সেরা মানব নবী দয়াময়। ভাগ্য নিয়ে এসেছিলেন তাঁরা এ ধরায়, দেখেছিলেন সেই হাসি মুক্ত যা ছড়ায়। তিনি ছিলেন দয়ার সাগর ছিলেন সেরা নবী, গাছ,তারা,চন্দ্র, সূর্য সালাম সবই। আশা নিয়ে মন ভরে তাকে ভালোবাসি জান্নাতে কাছে বসে দেখবো যে হাসি।

তাঁর হাসি | কবি বাবুই Read More »

আয়না ঘর | কবি উম্মি হুরায়েরা বিলু

 আয়না ঘর উম্মি হুরায়েরা বিলু আয়না ঘর নামটি শুনতে বড়ই মিষ্টি লাগে, কেমন সে ঘরে দেখতে কেমন মনে প্রশ্ন জাগে। আয়না ঘর, ঘর তো নয় মানুষ মারা কল, আয়না নামে লুকিয়ে আছে অনেক বেশি ছল। নামটি শুনতে মিষ্টি হলেও ঘরটি ভীষণ ভয়ংকর, স্বৈরাচারী জালিম শাসক তৈরি করেছে এমন ঘর, এ ঘরেতে মানুষ রেখে করতো নির্যাতন,

আয়না ঘর | কবি উম্মি হুরায়েরা বিলু Read More »

বিশ্ব নবী (সঃ) | কবি উম্মি হুরায়েরা বিলু

বিশ্ব নবী( সঃ) উম্মি হুরায়েরা বিলু বিশ্ব নবী সবার সেরা আপোষহীন বীর, অন্যায় দেখে কখনো তুমি করোনি নত শির। ধরার মাঝে এসে তুমি দূর করলে আঁধার, বিশ্ববাসীর নেতা তুমি আমাদের রাহবার। জালিমের জুলুম সহ্য করে করেছো দ্বীন প্রচার, তোমার পথে চলতে তুমি বলছো বারে বার। কুসংস্কার করলে যে দূর জ্বাললে দ্বীনের আলো, দ্বীনের ছোঁয়া পেয়ে

বিশ্ব নবী (সঃ) | কবি উম্মি হুরায়েরা বিলু Read More »

ফুটন্ত গোলাপ | কবি উম্মি হুরায়েরা বিলু

ফুটন্ত গোলাপ উম্মি হুরায়েরা বিলু শ্রেষ্ঠ নবী হয়ে তুমি জন্মিয়েছো হে রাসূল, আমেনার কোলে ফোটা তুমি ফুটন্ত এক গোলাপ ফুল। বারো ই রবিউল আউয়াল তুমি এসে ছিলে ধরায়, মক্কা ছেড়ে হিজরত তুমি করেছো মদিনায়। তুমি নেতা বিশ্ব নেতা সর্বশ্রেষ্ঠ নবী, ধ্যনে জ্ঞানে আঁকি মনে আমি তোমার ছবি। হেদায়েতের বার্তা নিয়ে এসে ছিলে ধরায়, পড়ি দুরুদ

ফুটন্ত গোলাপ | কবি উম্মি হুরায়েরা বিলু Read More »