ভোরের আলো কলমে মারুফা ইসলাম সূর্মী
ভোরের আলো মারুফা ইসলাম সূর্মী আলো মানে আঁধারের বুকে নতুন এক দিগন্ত, আলো মানেই অন্ধকার কাটিয়ে প্রজ্বলিত হয় নতুন সূর্য। আঁধারের বুকে আলোর মেলায়, প্রকৃতির চাকচিক্যময়তায় , দৃষ্টি মোর হারায় যেন দূর আকাশের অজানায়। একটি নতুন দিনের আগমন। ঐ যে দেখ চোখ মেলে আজ পূর্ব দিগন্তে, কুসুম রাঙা সূর্য যেন উঠছে হেলে দুলে। অবাধ সেই […]