ঘুমিয়েছে
মোরশেদ আলম।
ঘুমিয়েছে আম জনতা
ঘুমিয়েছি আমি,
লুটিয়ে নিচ্ছে চিন্তাকারী
তোমার আমার জমি।
ঘুমিয়ে দেখা স্বপ্ন গুলো
চোখের কোনে ভাসে,
নতুন দিনে আশা যেন
পদ্ম নদীর মাঝে।
নেশা করে হারিয়েছে
দেশ চালনার বিবেক
কোনটা সঠিক কোনটা বেঠিক,
হরিয়েছে আবেগ।
আলোহীনরা আলো ভেবে
চলছে তারা বেশ –
ঘুমিয়ে গেছে দেশ।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য