জাতির পিতা
আফরোজা আফরিন
যার অবদানে মোরা আজ
বলছি বাংলায় কথা,
সে-ই তো মোদের
প্রাণের প্রিয় সকল জাতির পিতা।
অন্যের দুঃখে সে দাড়িয়েছে পাশে,
সাহায্য করে গেছে সদা অনায়েসে,
তাই তো জাতি তাকে শ্রদ্ধা করে পিতা ডাকে।
উদারতায় ভরা ছিল যার প্রাণ
সে-ই তো মোদের জাতির জনক মুজিব রহমান।
অন্যায় এর বিরুদ্ধে সদা সে দাঁড়িয়েছে রুখে,
অসহায় দের ভালোবেসে টেনে নিত তার বুকে।
আজকের স্বাধীনতা যে করেছে দান
সেই তো জাতির জনক মুজিব রহমান।
বাংঙালীর অধিকার তুমি দিয়ে গেছো ফিরিয়ে
তোমায় মোরা স্মরণ করি গভীর ভালোবাসা দিয়ে।
“” তোমায় যায় নাকো ভুলা হে মুজিব,
জীবন দিয়ে তুমি বাংলাকে করে গেছো স্বাধীন।
জাতির অন্তরে তুমি যে অমর হয়ে বেঁচে থাকবে চিরদিন।””