দুখের কথা | কবি উম্মি হুরায়েরা বিলু

দুখের কথা
উম্মি হুরায়েরা বিলু

আমি ছিড়ে ফেলেছি
ডায়েরির পাতা,
ছিড়তে পারিনি আমি
মনের খাতা,

এ বুকে জমা আছে
হাজারো ব্যথা,
হয় নেই বলা কভু
দুখের কথা।

আরো পড়ুনঃ  রমাদান নিয়ে কবিতা | মাহে রমজান কলমে জেরিন আক্তার বৈশাখী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *