নববর্ষের চিঠি Leave a Comment / কবিতা / By Neely Ahmmed নববর্ষের চিঠি শাহজালাল সুজন নববর্ষের গায়ে আঁকা প্রচ্ছদের ওই ছবি,দুঃখগুলো মুছে দিয়েওঠে হেসে রবি।উপাখ্যানের পাতা জুড়ে গল্প লেখা থাকে,বাস্তবতার মলাট পরেনববর্ষ ডাকে।নববর্ষের ডাকে সবাই ছুটে শুদ্ধ মনে,নতুন বছর উদযাপনেপ্রত্যয় রেখে পণে।সাম্প্রদায়িক প্রথা ভুলেসাম্য মালা পরে,পরস্পরে থাকবে সুখেমিলেমিশে ঘরে।রং তুলিতে চিঠি লিখে ভরে রঙিন খামে,নববর্ষের ছোঁয়া নিয়েবার্তা আসে ধামে।Related Posts:নববর্ষের গাননববর্ষের ঝুড়ি | নববর্ষের কবিতাবাংলা নববর্ষ | শুভ নববর্ষ নিয়ে ৫টি সেরা কবিতাচিঠি দিলাম কলমে আমিনুল ইসলামআরো পড়ুনঃ পহরচাঁদা ক্যারিয়ার সোসাইটি-(পি.সি.এস) (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।)