নববর্ষের চিঠি
শাহজালাল সুজন
নববর্ষের গায়ে আঁকা
প্রচ্ছদের ওই ছবি,
দুঃখগুলো মুছে দিয়ে
ওঠে হেসে রবি।
উপাখ্যানের পাতা জুড়ে
গল্প লেখা থাকে,
বাস্তবতার মলাট পরে
নববর্ষ ডাকে।
নববর্ষের ডাকে সবাই
ছুটে শুদ্ধ মনে,
নতুন বছর উদযাপনে
প্রত্যয় রেখে পণে।
সাম্প্রদায়িক প্রথা ভুলে
সাম্য মালা পরে,
পরস্পরে থাকবে সুখে
মিলেমিশে ঘরে।
রং তুলিতে চিঠি লিখে
ভরে রঙিন খামে,
নববর্ষের ছোঁয়া নিয়ে
বার্তা আসে ধামে।