গল্প :- প্রস্থান
কলমে :- সাকিব মৃধা।
মায়া পরিবার সহ সবাই কাল হঠাৎ গ্রামের বাড়ি বেরাতে গেছে বলে গত রাতে আবিরের সাথে আর কথা হয়নি মায়ার।
পরদিন সকালে মায়ার ফোন, আবির তুমি আজই চাঁদপুর চলে এসো। আমাকে না জানিয়ে বাবা এখানে আমার বিয়ে ঠিক করে ফেলেছে কাল আমার বিয়ে। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেলো আবিরের পৃথীবি। ঠিক কি বলবে মায়াকে বুঝতে পারছিলো না আবির,শুধু বললো মায়া তুমি একদম চিন্তা করো না আমি আজই আসছি। আবির আমাকে এখান থেকে নিয়ে যাও বলে কাঁদতে কাঁদতে ফোন রেখে দিলো মায়া।
আবির অনাথ,থাকার মধ্যে বন্ধু রানা আবিবের সব। রানার থেকেই কিছু টাকা নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে বেরহয়ে পরলো আবির। লঞ্চে উঠে মায়াকে ফোন করলো আবির, বললো মায়া আমি আসছি তুমি একদম ভয় পেয়ো না, আমার থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না।
গত চব্বিশ ঘন্টায় অবুঝের মতো হাজার বার ফোন করেছে মায়া আবিরের ফোনে, মায়া জানে অপর প্রান্তে থেকে আর কখনোই আবির বলবে না, মায়া আমি আসছি তোমার কাছে তুমি একটু অপেক্ষা করো।
ঢাকা চাঁদপুর যাত্রীবাহি একটি লঞ্চ ডুবে গেছে মাঝ পথে যে লঞ্চেটিতে আবিরও ছিলো।
মায়ার ফোনে রানা আবার ফোন করে বললো
আবিরের লাশটা এখনো খুঁজে পাওয়া যায়নি মায়া।