বছর শেষ | একদিক বরণের আনন্দ, অন্যদিকে বিদায়ের বেদনা

বছর শেষ
 ইশরাক আল ইয়াসিফ

এ বছর শেষ,
কখনো কাটিল বেশ,
কখনো হয়েছি নিঃশেষ।

এ বছর শেষ,
কখনো কেটেছে খুনশুটিতে,
কখনো মেতেছি হৃদয় ভাঙ্গা-
বিরহের জ্বলে।

এ বছর শেষ,
কখনো প্রিয়জন হারানোর শোক,
কখনো বার্তা প্রবাহে ভেঁষে এসেছিল
আনন্দ মোবারক।

এ বছর শেষ,
হয়তো হবে না শেষ,
বেঁচে রবে বন্ধুত্বের মেল বন্ধনে,
বেঁচে রবে প্রিয়জনের আদরের চাঁদরে।

এ বছর শেষ,
জানিনা কতটুকু পারলাম,
রবে’র হুকুম পালন করতে,
কতটুকুই বা পারলাম রবে’র কাছে
মনের আকুতি গুলো তুলে ধরতে।
কতটুকু যে পরলাম,
গোনাহের কালো কষ্টি পাঁথরে
মোড়িয়ে যাওয়া হৃদয়কে
জান্নাতি রকমারি পুষ্পের চাঁদরে মোড়াতে।

এ বছর শেষ,
তবুও গেঁথে থাক হৃদয়ে,
পরে থাক যত কালো অধ্যায়,
মনে থাক ভালো কাজের গল্প,
ঝরে পরা কথা গুলো থাক –
হয়ে উপন্যাস।

আরো পড়ুনঃ  শরৎ আকাশে কলমে বখতিয়ার উদ্দিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *