বর্ষা
উম্মি হুরায়েরা বিলু
আকাশে ধূসর মেঘের
ভাসছে ভেলা,
জানালাটা খুলে আমি
বসে আছি একলা।
মেঘ ডাকে মেঘ ডাকে
আসবে যে বর্ষা,
বাদলের ধারা পাত
নেই কোনো ভরসা।
ঝিরিঝিরি বৃষ্টিতে
ভিজছে জমিন,
বৃষ্টিতে গাছ পালা
হবে যে রঙিন।
সকলের ছোটাছুটি
ছাতা গেলো কই,
জানালাটা দিয়ে আমি
তাকিয়ে যে রই।
খাল বিল পানিতে
করে থই থই,
বৃষ্টিতে ভেসে আসে
শত শত কই।
শাপলা ফুলের সে কি
মিষ্টি সুভাস,
ঘন কালো মেঘ তো
বর্ষার আভাস।