
বাবা আমার
ফারিয়া ইসলাম
আমার বাবা হিরোর চেয়ে সবচেয়ে বড় হিরো
আমার বাবার সাথে তুল্য হয়নি কবু কারো।
আমার বাবা হিরা মানিক পৃথিবীর চেয়েও দামি
আমার বাবার সাথে তুল্য কাউকে দিব না আমি।
বাবা আমার ভালোবাসার নক্ষত্রের ওই তারা
বাবার কাছে পাই যে আমি ভালোবাসার আত্মহারা।
বাবা তুমি পৃথিবীতে শান্তির শীতল ছায়া
তোমার কথা ভাবলেই বাবা পাই খুঁজে সব মায়া।
বাবা তুমি কেন আমাদের বাসো এতো ভালো?
বাবা তুমি অন্ধের মাঝে বেঁচে থাকার আলো।
বাবা তুমি এই পৃথিবীর সব বাবাদের সেরা
ভালোবাসার সকল কিছু তোমার মাঝে ঘেরা।
তোমার সাথে বাবা আমার মনের বাস্তব মিল
প্রাণের সাথে প্রাণের বন্ধন কি যে অদ্ভুত মিল।
আমার কাছে সবচেয়ে প্রিয় তুমার দেহের ঘ্রাণ
তোমার নিকট ভাঙা হৃদয় পাই যে ফিরে প্রাণ।
- ফারিয়া ইসলাম
- শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ।
- ইংরেজি বিভাগ।