বাস্তবে নহে স্বপ্নে পাই তোমায়
রাফিয়া নিসা
স্বপ্নে তোমায় দেখেছি ওগো কোলাহলহীন নিরবে;
দেখেছি তুমি বসেছিলে মোর হাতটি রেখে হাতে।
সে যেন এক অদ্ভুত বিস্ময় জাগছিলো মোর মনে;
দেখছি দুজনে হাঁটছি কত আজগুবি পথ প্রান্তরে।
ধুর !এগুলো শুধু স্বপ্নেই মানায় –
নাহি আসে বাস্তবে।
স্বপ্নে তোমায় দেখেছি ওগো নদী ভরা আবেগ জড়িয়ে ,
ভাবিনাকো কোন ভাবনা ওগো তোমায় আড়ালে সরিয়ে।
হয়তো তুমি আছো ফেলে মোরে বহুদূরে,
চাইলেই তো তুমি আসতে পারো সকল বাধা ছিন্ন করে?
থাক বললাম না আর নীরার্থক কথা।
জানি তুমি পারবে ঠিকই আসতে আমায় নিতে ,
কিন্তু আমি পারবো না কভু এ বাধন ছেড়ে দিতে।
যেখানে আছি মায়ায় বড় সম্মানের আড়ালে ,
সকল বাঁধার প্রথম বাধা লোকে কি বলিবে?
এ জীবন সত্যিই নিশার-স্বপন মানিয়াছি এ যাত্রায়!
প্রতিবার খালি মিথ্যা আশা রঙের লোকে দেখায়।
আমিও তো মানুষ তোমাদেরই মত?
আমারও তো মন আছে আবেগ কত শত?
সত্যিই আমি করছি শুধু নিরর্থক প্রশ্ন আজ ;
ভাবছি আমি তোমায় শুধু ফেলিয়া সকল কাজ।
হচ্ছে মনে রয়েছো তুমি খুব কাছে আমার,
যখন থাকি নিঘোর ঘুমের নানান স্বপ্নের বাজার।
তুমি মোর নির্ঘুম রাতের কল্পনারী বাহার ,
তোমার প্রতি জমছে বহু অভিমানের পাহাড় ।
অভিমান করেও বা কি হবে তোমার প্রতি?
দোষ তো তোমার নহে ,নহে আমারি!
দুজন চাহিতেছি দুজনকে-
তা মানিতেছে না এ ধরনী।
তুমি মোর স্বপ্নের মাঝে একটি রঙিন পাখি ,
যাহাকে দেখিয়া ভরিয়া ওঠে জ্বলজ্বল দুটি আঁখি।
বিভল হয়ে মখমল হৃদয় ভাবিতে থাকে তোমায় ,
তুমিও কি একই ভাবে ভাবিতেছো এই আমায় ?
জানিনা ওগো স্বপ্নের মত কাছে পাবো কিনা কভু?
তুমি মোরে ভুলিলেও ওগো ভুলিবোনা আমি তবু।
আরো কবিতা পড়ুন |