বিজয়ের গান
উম্মি হুরায়েরা বিলু
রক্ত দিয়ে লেখা হবে
বিজয়েরই গান,
মনে রেখো বিজয় করতে
ঝরলো কত প্রাণ,
বীর সেনানী আবু সাইদ
বুকে খেলো গুলি,
পানি লাগবে পানি লাগবে
মুগ্ধ ভাইয়ের বুলি।
ছয় বছরের ছোট্ট শিশু
সেও দিলো প্রাণ,
নতুন করে গাইবো আবার
স্বাধীনতার গান।
রাজ পথটা ভেসে গেলো
লাল রক্তের বন্যায়,
সেই স্রোতে ভেসে যাবে
আছে যত অন্যায়।
হারালো স্বামী হারালো বোন
হারালো কত সন্তান,
ইতিহাসে বেঁচে থাকবে এরা
পাবে শহিদী সম্মান।