
মন করেছে খুকি ভার
ফারিয়া ইসলাম
সূর্যি মামা রাগ করেছে,
তাই দিচ্ছে নাহ উঁকি।
কষ্টে মুখটি ভার করে সে
চিন্তা করছে খুকি।
সূর্যি মামা লুকিয়ে গেছে,
মেঘে ঢেকেছে আকাশ।
কাঁপছে খুকির ছোট্ট বন্ধু
শীতে ভিজে নিঃশ্বাস।
খুকি ভাবে “ওর তো নেই
গরম জুতো-জামা
তুমি এতো নিষ্ঠুর কেন?
ওহে সূর্যি মামা”
দু’চোখ ভরে জল আসে তার,
মনটা ভারী হয়,
বন্ধু যেন হাসতে পারে
সূর্যিকে ডেকে কয়।




