
  
 
মাকে নিয়ে কিছু কথা
মাকে নিয়ে লেখা খুঁজতে গেলে কখনো অভাব হবে না। কারণ, মা শব্দ টার গুরুত্ব সবাই জানে। মা তো মায়েই, যার কখনোই কোন বিকল্প হয় না এবং কি হবেও না। একজন মা তার সন্তানের জীবনের অনেক কিছুই হয়ে থাকে। মা তোমার সেরা বান্ধবী হতে পারে, যার কখনো স্বার্থ থাকবে না।
 
মাকে নিয়ে ছন্দ সজ্জিত কবিতা
 
  
 
০১। মায়ের আঁচল কলমে মোহম্মাদ রাসেল হাসান
| মায়ের আঁচল মোহম্মাদ রাসেল হাসান
   মাগো তুমি,সারাজীবন লুকিয়ে রাখো
 তোমার আঁচল তলে,
 সাহস শক্তি খুঁজে পায়
 সর্ব সংকুলে।মাগো,
 তোমার আঁচল থেকে
 রোজ আসে ফুলে গন্ধ,
 যে যাই বলুক তোমার কাছে
 নয়তো আমি মন্দ!মাগো,
 আমি তোমার নয়ন মনি
 তোমার সেরা ধন,
 আমার জন্য পরাণ জুড়ায়
 কাঁদে তোমার মন।রাত্রি হলে জেগে থাক
 আসব আমি কখন,
 বুকে ধরে সোনার মানিক
 করবে তুমি যতন।
   
  আমার কষ্ট হওয়ার আগেকষ্ট আসে তোমার মনে,
 মাগো,কেমন বুঝতে পার
 থাকো নাকি ধ্যানে?
 ভালোবাসার হৃদয় জুড়েমা শুধুই একটি নাম,
 অর্থ দিয়ে যায় না কেনা
 মায়ের ভালোবাসার দাম।
 | 
 
০২। মা কলমে হুসাইন আহমাদ
| মা হুসাইন আহমাদ
   
    মাগো তোমার ঐ চাঁদনী মুখদেখতে মনে চায়,
 তোমার মুখের হাসিতে মা
 দুঃখ যে লুকায়।আমি যখন পেতাম ব্যাথা
 তোমার চোখে পানি!
 আমার হাসি মাগো
 তোমার সবচেয়ে বড় খুশি।আমায় খুশি দিতে যে মা
 করো কত বাহানা,
 নিজের দুঃখ লুকিয়ে মা
 করো যে মন ফুর- ফুরা।নিজে না খেয়েও মা
 বলো আমার পেট ভরা,
 আমি খাবার খেলে গোমা
 তোমার মনে সান্তনা।
 আমার কিছু হয়ে গেলেমাগো তুমি ছট-ফটে!
 মনে হতো তোমারই মা
 লাগছে বুঝি খুব জোরে।
 তোমার মতো আপন মাগোপাবনা আর এই ভবে।
 তাই তো আমি মাগো তোমায়
 ভালোবাসি খুব করে।
 | 
 
  
 
০৩। মা, তুমি না থাকলে কলমে মিনহাজুল আবেদীন (ওয়াদুদী)
| মা, তুমি না থাকলে মিনহাজুল আবেদীন (ওয়াদুদী)
   মা, তুমি না থাকলে আমি পৃথিবীর আলো দেখিতাম না।তোমার ভালবাসা, তোমার মনোযোগ, তোমার নির্দেশনা,আমাকে কে বানিয়েছে;! আমি কে”!তুমি ছাড়া আমি হারিয়ে যাওয়া
 উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক পাখির মতন।
 নির্দেশনা কিংবা অভিপ্রায়বিহীন।তুমি আমাকে পৃথিবীর পথ দেখিয়েছ।
   
  সেবা, অর্জন, কি’বা অধ্যবসায়!তুমি ছাড়া, সবকিছু যেন একটি শূন্য জায়গা। যতই চেষ্টা করি না কেন; পূরণ হওয়ার নই, মা-তুমি ছাড়া।
 পরিবর্তে, তোমার কারণে। আমার আনন্দ, তৃপ্তি, সন্তুষ্টি এবং শান্তি—‘মা’ সবকিছু শুধু তোমাকে ঘিরে।
 তোমার ভালোবাসা আমার জন্য সত্তগাত উপহার।
 যখনই আমি কোনো আপদ্- উপপ্লব এর মুখে পড়ি,আমি সবসময় আমার ভেতরে ‘তোমাকে’ দেখতে পাই কুদরত হিসেবে।
   
  তোমার ভালোবাসা আমাকে নিরাপদ আর উষ্ণ রাখে চিরকাল। | 
 
০৪। ধরিত্রী মা কলমে মোঃ হাসিবুর রহমান আসিফ
| ধরিত্রী মা মোঃ হাসিবুর রহমান আসিফ
     
  আমরা;আমরা বহুকাল বিচরন করি –
 তোমার বক্ষে-তোমার উষ্ণ লোমকুপে;
 দেহের ভাজে ভাজে–;
 শিরা উপশিরা অথবা —
 হদয়ের অস্থি মজ্জাতে।তারপর;;
 তারপর তোমার–
 অন্ধকার যৌনির ভিতর দিয়ে
 চলে যাই অজানাতে;
 আবার ফিরে আসি
 ক্যান্সার এর মত —
 ক্ষুদ্র ক্ষুদ্র যৌনি পথে;নিজেদের —
 পাপের পেয়ালা পূর্ণ করতে,
 অথবা পূন্যের প্রতিফল পেতে;
 তোমাকে বিরক্ত করে যাই
 মৃত নক্ষত্রের চেয়েও বেশি।তোমার;;
 তোমার অন্ত খুঁজে পেতে,
 তোমার শরীরের গন্ধ–
 মিলিয়ে নিতে ;
 আমরা আসি ঝাঁকুনি দিয়ে।।
 তবু তুমি —শত ক্লান্তি নিয়ে হৃদয়ে
 তবুও হাসি দিয়ে ঠোটে
 জড়িয়ে রাখো আমাদের
 তোমার প্রশস্থ বক্ষে।।
 | 
 
০৫। ঈদের চাঁদ কলমে রফিক ওসমান
| ঈদের চাঁদ রফিক ওসমান
 উৎসর্গঃ আবু জাহিদ স্যার
   
    রোজার শেষে দূর নীলিমায়চাঁদটা যখন ওঠে
 খোকাখুকুর মুখে তখন
 ফুলের হাসি ফোটে।রাত পোহালে ঈদের নামাজ
 গায়ে নতুন জামা
 পড়তে যাবে নামাজ মাঠে
 সঙ্গে চাচা মামা।মেন্দি দিয়ে হাত রাঙাবে
 হলদি দিয়ে গা
 রাত্রি জেগে কত খাবার
 রান্না করেন মা।পাড়ায় পাড়ায় ঘুরতে যাওয়া
 ফিন্নি পায়েস খাওয়া
 ঈদ মানে তো স্বর্গীয় এক
 সুখের পরশ পাওয়া।
 | 
 
০৬। মহান বিজয় কলমে ভদ্রাবতী বিশ্বাস
| মহান বিজয় ভদ্রাবতী বিশ্বাস
   
    বছরে শুধু একবার আসেমহান বিজয়ের মাস,
 লাখো শহীদের রক্তে এনেছে
 সার্বোভৌম স্বাধীন দেশ।সবুজ শ্যামল বাংলা মা
 উচ্চ করি শির,
 উদরে ধারন করেছিস তুই
 লক্ষ কোটী বীর।তোর স্তনে লালিত সন্তান
 ছিড়েছে হায়নার ফাঁস,
 গৌরবের মুকুট পরিয়েছে তোরে
 হাস মা প্রান খুলে হাস।অগনিত প্রাণ দিয়েছে ঢেলে
 বাঁচাতে তোর সম্মান,
 মহিমান্বিত শোভার বিভূতিতে
 রবি চির অম্লান।
 মুখখানা তোর আলোকিত আজলাল সবুজের পতাকা,
 মুক্ত বায় বিহঙ্গের ন্যয়
 দুলছে আকা বাকা।
 তুইমা মোদের স্বর্গ সমমর্তের পূণ্য ভূমি,
 জীবন জীবন সাধন মাগো
 তোর পবিত্র চরন চূমি।
 | 
 
  
 
০৭। মা শিরোনামে
| মা শিরোনামে শত পথের ক্লান্তি মিটেদেখিলে মায়ের মুখ,
 তপ্ত বুকে নদী বহে
 মা ডাক সুমধুর।
 দেশের ছবি মায়ের ছবিএকই সুঁতোয় বাঁধা,
 জীবন আমার ধন্য হয়
 ভাবলে মায়ের কথা।
   
  আমার মায়ের শাড়ির আঁচলবাংলাদেশের ছবি,
 ভালোবাসার ছোঁয়ায় ডাকে
 সবুজের হাতছানী।
 মাটির পরশ মায়ের আদরজুড়ায় আমার প্রাণ,
 এ মাটিতেই লেখা আছে
 লাখো শহীদের নাম।
 | 
 
০৮। মা আমি অসহায় কলমে শান্তা মনি
| মা আমি অসহায় শান্তা মনি
   
    অসহায় আমি আজ মা তোমারই জন্যপথের পথিক আজ না তোমারই জন্য
 মা তোমারি জন্য হারিয়েছে সব ভালোবাসা।
 মা তুমি এই ভুবনে নেই তাই তোমাকে খুঁজে বেড়াই।
 মা তোমাকে হারাবার পর কাউকে মা বলে ডাকতে পারিনি।
 পৃথিবীর যাবতীয় ভালোবাসা তোমার অন্তরে
 মা তোমার ভালোবাসার কথা কাউকে বলতে পারিনি।
 মা আমি এখন রিক্ত শূন্য মন পড়ে রয়েছে তোমারই জন্য
 যেদিন মোরে দিয়েছে ফাঁকি আজ আমি বড় একাকী
 রেখে গেছো তোমার মায়া মা তুমি জগত্তারিণী
 ভালোবাসার মোহন বাঁশি
 ঝরে যাওয়ার মধ্যে দুঃখ থাকে দুঃখ আছে অদৃশ্য হৃদয়ের কাছে
 মা তোমাকে দেখিনি।
 মা তবুও তোমারই জন্য দুহাত তুলে বিধাতার কাছে বলেছি তোমাকে চাই এখন আমি সত্য যে বড়ই কঠিন।
 জানি তোমাকে পাবো না তবুও তোমাকে হারাবো না।
 | 
 
০৯। নগ্ন মনুষ্যত্ব কলমে সাইফুর রহমান নয়ন
| নগ্ন মনুষ্যত্ব সাইফুর রহমান নয়ন
   
    ঘড়ির কাটায় সময় বদলায়,চেনা সময়ে অচেনা জন্ম
 মা দিয়েছে ডাক,খুকি!
 ভর দুপুরে গোসলটা সেরে আয়
 আমি যাচ্ছি রান্নাটা গোছাতে।
 চলে যাওয়া দৃশ্যতে মা হলো শান্ত,
 পুকুর পাড়ে খুকি বসে,
 পানির চোখে তাকিয়ে।
 অবুঝ খুকির অশ্রু ভেয়ে
 মাটি ভিজেছে গ্রীষ্মের রোদে
 বোবা কান্নার নেই কোনো রং
 লুখিয়ে আছে অজস্র কারণ।
 চিৎকারে চিলে নিয়েছে কান,
 গ্রাম্য বেসে বেড়ে উঠছে দুঃস্বপ্ন।
 খুকির মনে কোটি প্রশ্ন
 আমিত্ব কি নগ্নতায় ভরা
 ছোট্ট শরীরে জামাটাও বড়
 বুড়ো কাকু আড়ালে
 মৃত্যু যন্ত্রণার আতুঘর
 ভর দুপুরে কাঁদছে মা
 খুকি গিয়েছে ভেসে।
 | 
 
১০। মায়ের তুলনায় মা নিজেই কলমে মোঃ রাশেদ ইসলাম 
| মায়ের তুলনা মা নিজেই   
  মোঃ রাশেদ ইসলাম তুমি আমার আঁধার রাতেপূর্ণিমারী চাঁদ,
 তুমি আমার বুকের ভেতর
 গোলাপ ফুলের বাগ,
 তুমি আমার এই জীবনে
 আলোর পরশমণি।
 সবুজ শ্যামল এই দুনিয়াতোমার আদর মাখা,
 তাই তো মাগো এই জীবনে
 চাই যে ভালোবাসা,
 তুমি আমার রঙিন মনে
 আলোর প্রদীপ শিখা।
 তুমি আমার তপ্ত বুকেভোরের সূর্যোদয়,
 পাখির গানে নিঝুম গাঁয়ে
 শীতল হাওয়া বয়,
 তোমার মুখে দেখি মাগো
 মিষ্টি চাঁদের হাসি।
   
  শত পথের ক্লান্তি মেটেদেখিলে তোমার মুখ,
 তোমার কাছে পাই গো খুঁজে
 ভালোবাসার সুখ।
 | 
 
১১। মনে পড়ে আজও কলমে জাকিয়া
| মনে পড়ে আজও কলমে জাকিয়া
     
  গোধূলি বেলায় খেলা শেষেশরীর ভীষণ ক্লান্ত ,
 এই কথাটি মা যখন জানতো
 বলতো, বাবা আয়
 এবার কিছু মুখে নিবি তো!
 মার এমন বলার কারণ,
 বেখেয়ালি এই আমার,
 খাওয়ার কথা মনে পরাই ছিল বারণ।
 মা যখন থাকতো ঘুমিয়ে ঘোর,
 পালিয়ে খেলতে যেতে যেতে বলতাম
 এবার বেঁচেছি বড়জোর!
 মা আমায় না পেয়ে,
 বেচারা বাবাকে বলতো খোঁজ
 তোমার নবাবকে খোঁজ,
 সেই ক্লান্ত বিকেলের মুহূর্তগুলো
 মনে পড়ে আজও!!
 | 
 
মাকে নিয়ে উক্তি
 
- আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম। –মাইকেল জ্যাকসন
- কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য। –সোফিয়া লরেন