মাকে নিয়ে কবিতা, বাছাই করা সেরা ১০টি কবিতা পৃথিবীর সকল মায়ের জন্য

মাকে নিয়ে কবিতা

মাকে নিয়ে কবিতা কিংবা গল্পের অভাব নেই। হাজার হাজার লেখক/লেখিকা পাঠক/পাঠিকা নিয়মিত লেখছেন। কেউ হয়তো বইয়ে কেউ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার দিচ্ছে। যেগুলো অনেক বেশি সুন্দর।  মা ও সন্তানের সম্পর্কটা পৃথিবী জুড়ে সেরা সম্পর্ক। মানব জীবনে নয় শুধু সবক্ষেত্রে দেখা যায় মায়ের ভালোবাসা। মা কখনোই সন্তানকে ছেড়ে যায় না। 

 

মা নিয়ে লেখলে হয়তো শেষ করা যাবে না। মা শব্দটি ছোট্ট হতে পারে, কিন্তু এটার গভীরতা কল্পনা করা যায় না। প্রতিটি সন্তানের উচিত মাকে শ্রদ্ধা ভালোবাসা দেওয়া। যেটা তাঁরা বঞ্চিত হয় বৃদ্ধকালে। হাইরে সমাজ, যে মা তোমাকে কলে পিঠে মানুষ করলো, সেই মায়ের প্রতি তোমার এতো অবহেলা!

 

মাকে নিয়ে ১০টি কবিতা সংকলন করা হয়েছে এবং প্রকাশ করা হলো। কবিতা গুলোর মধ্যে অন্যরকম টি ভালোবাসা জন্মাচ্ছে, আমাদের চিরকুটে সাহিত্য প্লাটফর্ম ফেসবুক গ্রুপে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। যেখানে আমরা মা ও পরিবার কেন্দ্রীক লেখা গুলো সেরা নির্বাচিত করি। করার কারণ, মিথ্যের আবেগ দিয়ে কবিতা লেখা যায় কিন্তু মিথ্যে আবেগ প্রকাশ করা আর মিথ্যে বলা সমান। 

আমাদের ফেসবুক গ্রুপ ও পেইজে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ রইলোঃ- চিরকুটে সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (Group) & চিরকুটে সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (Page)

 

মা
কলমে রাহমা জাকিয়া

মা ডাকটি মিষ্টি অতি
মন ভরে যায় স্বাদে,
তুমি বিনে একলা মাগো
মনটা ভিষণ কাঁদে।

মা শব্দ ছোট্র যে খুব
যার তুলনা নাই,
তোমার হাসি দেখলে মাগো
প্রাণ জুড়িয়ে যায়।

মাগো তুমি আঁধাড় ছিঁড়ে
দেখালে আলোর পথ
সত্য ছাড়া মিথ্যে না বলার
করিয়েছো যে শপথ।

মাগো তুমি আঁধার রাতের
ভুবন ভরা আলো,
হয়নি আজও বলা তোমায়
বাসি ভিষণ ভালো।

তুমি আমার প্রথম টিচার
তুমি আমার ভাষা,
তোমার তরে পেলাম খুঁজে
জীবন পথের দিশা।

তুমি আমার রাতের পরে
ফিরে পাওয়া সুপ্রভাত,
তুমি আমার ঘুম ভাঙানো
মিষ্টি পাখির ডাক।

মাগো তুমি হাঁসি কান্না
তুমি আমার সব
তুমি আমার সুখ দুঃখ
শান্তি সুখের কলরব..

আরো পড়ুনঃ  অভাব আমায় শিক্ষা দিলো কলমে আরণ্য সুজন

তুমি আমার বেঁচে থাকার
শক্তি সাহস প্রেরণা
তুমি আমার চলার পথে
বিশালতার উপমা..

মাগো তোমায় দিছি আমি
কতো রকম আঘাত
সব বেদনা সয়েছো তুমি
করোনি কোনো প্রতিবাদ..

কষ্টে মাগো মুখটি যখন
রাখি তোমার কোলে
শান্তি খুঁজে পাই যে মাগো
সব ব্যথা যায় ভুলে..

মা শব্দে পাই খুঁজে পাই
মায়া মমতার স্বাদ
তুমি আমার দুনিয়ায় পাওয়া
অনেক বড় জান্নাত ।

রাহমা জাকিয়া’র ‘মা’ কবিতা নীল আকাশের নীলিমায় যৌথ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

 

মা
কলমে জাকিয়া

ধরণীর মাঝে আনলে তুমি
তুমি দেখালে আলো,
তুমি শেখালে বুঝতে আমায়
যত খারাপ ভালো।

তোমায় দেখলে মাগো আমার
জুড়ায় দুই চোখ,
পাই তোমার মাঝে
আমার সব সুখ।

জানি, তুমিও ভালোবাসো আমায়,
তাইতো,কাছে টানো
হাজার বাহানায়।

যখন আমি তোমার সাথে
করি মাগো রাগ,
তখন তুমি কর আমায়
আদর- সোহাগ।

ভুলিয়ে দাও আমার
সব খারাপ লাগা,
তোমার মাঝে কি যাদু আছে
সেটাই জানে কেবা?

আমায় কাছে পেলে তুমি
হও অনেক খুশি,
তোমায় আমি ভালোবাসি,
সবার থেকে বেশি।

ইসলাম তোমায় দিলো মাগো
শ্রেষ্ঠ সম্মান,
তাইতো তুমি সবার সেরা
তুমিই মহান

 

মায়ের মুখ
কলমে নাঈম ইসলাম বাঙালি 

দেখেছি মা বিশ্ব ঘুরে 
পাইনি কোথাও সুখ, 
সুখি আমি ঘরে মাগো 
দেখলে তোমার মুখ। 

তোমার এই মুখ হেরি যখন 
শান্তি খুঁজে পাই, 
তোমার মুখের হাসি মাগো 
অন্য কোথাও নাই। 

তোমারি মুখ দেখলে মাগো 
থাকে না আর ভয়, 
বুকের সাহস বেড়ে তখন 
বিশ্ব করি জয়। 

মাগো তোমার হাসি যতো 
আমার পানে দাও, 
সুখে দুখে পাশে থেকো
ভালোবাসা নাও।

 

জননী
কলমে ইফফাত আরা পিরোজী

ঝরা পাপড়িতে জন্ম নিয়েছি
এ নয় আমার দুঃখ!
তাই বলে ধাতৃমাতার কষ্ট
এ নয় আমার প্রাপ্য।
বহুকাল বয়ে গেলো মাগো
যত্নে গড়া ভালোবাসায়,
আজ জানতে শিখেছি
বুঝি তোমার কষ্ট।
কতকাল অসুখে ছিলে মাগো
ঝড়েছে চোখের পানি,
সুখ বীজ ছুঁতে হয়েছো সংসারী
কেটেছে সময় খানি।
সে যে তোমার ঘরে বিপন্নকারী
আল্লাহর কাছে প্রার্থনা অবিরত,
সুখেই দিন কাটে যেন মাগো
সুখ পানির মতো।

আরো পড়ুনঃ  পরাণ কলমে রূপক বরন বড়ুয়া

 

মা
কলমে এস এ.বিথী রহমান

সবার সেরা যে জন আমার
সে জন আমার মা,
সকল মা সেরা যিনি
তিনিই আমার প্রান প্রিয় মা।

মা’র যখন পরশ পেয়ে ছিলাম
তখন ধন্য ছিলাম আমি,
হাজার দুঃখ কষ্ট পেলে
ভুলে যেতাম আমি
তোমার আঁচলের ছায়া পেলে।
কত দিন তোমায় পায়নি ভবে
দেখতে মা প্রিয় মুখ খানি।

মা তোমায় ভালোবাসি
তুমি আমার জীবনে সেরা,
এই ভুবনে হয়না মা গো
তোমার তুলনা।

 

প্রসূতি
কলমে নীলয় আহম্মেদ

মায়ের কারণে পিয়েছি
এই ভুবনে জন্ম।
মা-হীনতায় হারিয়ে যাবে
ভালোবাসার ভুবন।

মায়ের লালন পালনে
দিয়েছে এমন গঠন,
তাই আজও বেঁচে আছি
আমার মায়ের রতন।

মা আমার গল্পকার,
মা আমার কবি,
যার কণ্ঠে আমি
কাটিয়েছি অসংখ্য নিশি।

গা গরম হলো
প্রচন্ড জ্বরের আর্বিভাব,
এমন সময় মায়েই
আপনজন।

মাথায় জলপটি মা ছাড়া
থাকে না দিবার কেউ।
মা আমার অনুপেরণা,
মায়েই আমার সুখের দুঃখের বন্ধু।

মা-এ আমার সফলতার চাবি,
যেই চাবি খুলবে আমার
জান্নাতের ঢাবি।

মাকে নিয়ে কবিতা

ভালোবাসি মাকে আমি
কলমে সানজিদা আক্তার নূরি

ভালোবাসি মাকে আমি
মায়ের স্বপ্নের দেশ,
ভালোবাসি মাকে আমি
তাই তো আছি বেশ।

ভালোবাসি মাকে আমি
মায়ের ছোট্ট কোল,
ভালোবাসি মায়ের ঢেউ খেলানো
ছোট্র বেলার দোল।

ভালোবাসি মায়ের খুব সকালে
খুখু মণির সুর,
ভালোবাসি মাকে নিয়ে
যাবো অনেক দূর।

ভালোবাসি মাকে আমি
সকাল, সন্ধ্যা, রাতে
ভালোবেসে মাকে আমি
রাখবো নিজের সাথে।

 

মায়াবতী মা
কলমে রাফিয়া নিসা

দশ মাস দশ দিন সহিয়া আমার জালা ,
এনেছো আমায় ধরনিতে তুমি করিয়া অন্তর কালা।
ধরণী সমাজ সবার কাছে খারাপ যখন আমি,
তোমার কাছে আমি তখন হীরার চেয়েও দামি।
বদলে যায় পৃথিবী দেখো স্বার্থের টানে পড়ে,
ভালোবাসা তবু হয় না ছিন্ন মায়ের সন্তানের তরে।
স্বর্গাদপি গিরীয়সী তোমার প্লাবিত ভালবাসায় ,
মা ডাকলে স্বর্গীয় পূণ্যে ভরে হৃদয় অমিয় সুধায়।
ছোট্ট একটি শব্দ যে মা মায়ার বাঁধন ঘেরা,
মাধুর্য আর উদারতায় আমার মাই সেরা।
অকৃত্রিম স্নেহ আদর নিঃস্বার্থ ভালোবাসা,
তোমার তুলনা তুমি মাগো নেইতো অঢেল আশা।

আরো পড়ুনঃ  মেঘের ছোঁয়ায় মন

মাকে নিয়ে কবিতা। মা নিয়ে কবিতা

মা
কলমে সোহায়েব আল রাফি

অনন্ত এক খুশির সাধ মনে,
তীব্র বেদনার শত প্রহর!
নিশীথিনী সেই জনমদাত্রী
দেখায় যিনি আমায় অহর।
আঁধার পেরিয়ে যখন ভোর
ধরায় শীতল হাওয়া দোলে,
ঠিক তখনই আমার জন্ম
জনম দুখিনী প্রিয় প্রসূতির কোলে।
সেদিন আমি অবশ এবং বোবা!
আমার জন্য তাঁর প্রেম যে অবিনাশী
আজকে আমি বলছি কথা,
মা! আমি তোমায় ভালোবাসি।

 

মা
কলমে রাফিয়া নিসা

প্রথম স্পর্শ তুমি ওগো
প্রথম শব্দ তুমি,
প্রথম বাক্য তুমি ওগো
প্রথম প্রেম তুমি।

তোমার কোলে মাথা রেখে
জুড়ায় পরান আমার ,
মাগো তুমি সর্বশ্রেষ্ঠ অনুভূতির বাহার।

সর্ব অঙ্গ জুড়ে আমার
শুধুই তোমার মায়া,
মাগো তুমি আমার জীবনের
শ্রেষ্ঠ সুখের ছায়া।

 

বইয়ের লেখা প্রকাশ করুন

বইয়ের লেখা প্রকাশ করার জন্য বেছে নিতে পারেন আমাদের প্রিয় প্লাটফর্ম চিরকুটে সাহিত্য প্রকাশনী। আমাদের প্রকাশনী’র থেকে বইবের করলে অবশ্যই ব্যাপক ছাড় ও সুবিধার ব্যাবস্থা রয়েছে। দেরি না করে বই প্রকায় করতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন।

 

যারা মা’কে নিয়ে নিজের লেখা প্রকাশ করতে চান, তাঁরা অবশ্য আমাদের ঠিকানায় লেখা পাঠাবেন।ধন্যবাদ….আরো কবিতা পড়ুনঃ চিরকুটে সাহিত্যের কবিতা ক্যাটাগরি’তে

 

বিঃদ্রঃ এখানে প্রতিটি লেখাই লেখকদের কাছে থেকে সংগ্রহিত। উল্লেখিত কবিতা গুলো এখন থেকে নিয়ে আপনার আইডিতে শেয়ার করলে অবশ্যই লেখকের নাম ব্যবহার করবেন। নাই তো -চিরকুটে সাহিত্য কতৃক সংগ্রহিত এই লেখাটি সংযুক্ত করবেন। অন্য কোন নামে বা নিজের নামে অথবা কপি করার চেষ্টা করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

1 thought on “মাকে নিয়ে কবিতা, বাছাই করা সেরা ১০টি কবিতা পৃথিবীর সকল মায়ের জন্য”

  1. Pingback: ভুল বেলা কলমে ফাহিয়া হক ইন্নি » Chirkute Sahitto

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *