যুক্তি আর উক্তি কলমে আলমগীর সরকার লিটন

যুক্তি আর উক্তি
আলমগীর সরকার লিটন

যুক্তির পিটে গড়ে যায় নীলাভুমির উক্তি
দু’য়ে সমান মানুষীর সাদা কালো কুস্তি !
সেতো রাগ আর অভিমান মিলে মিছে
হয়ে যায় ভালোবাসার অসীম কিস্তি।

যুক্তির উঠান জুড়ে বিনম্র শ্রদ্ধা ভুজন
উক্তির চায় আরো আকাশসম কুজন-
জ্ঞান বিদ্যর পুষিট সাধ্য গড়ন ওজন
অবশেষে কু-শিখার হয়েছে অরন বরন;

পেটপিড়া ক্যান্সারে যুক্তি আর উক্তি
সবই এক আঁকা বাঁকা বৈচিত্রের ভক্তি।

আরো পড়ুনঃ  বাবার লেখা চিঠি | বাবার চিঠি কলমে শাহ্ কামাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *