রক্তে গড়া প্রাসাদ কলমে মাঈনুদ্দিন মাহমুদ Leave a Comment / কবিতা / By Md Bokhtear রক্তে গড়া প্রাসাদ মাঈনুদ্দিন মাহমুদযে রক্তে গড়েছো প্রাসাদ ওরাই তো আজ নাজেহাল পাচ্ছে না দুমুঠো অন্ন খাচ্ছো স্পেশাল।ঘাম শুকানোর আগেই যদি মায়না না হয় পরিশোধ ধর্ম বলে পাপী তুমি হয়নি শ্রমের মূল্যবোধ।Related Posts:মহাবীর কলমে এম নিজাম আল সানিশোয়াইব মাহমুদ শাফি এর সেরা ৩টি কবিতাস্বৈরাচার | উম্মি হুরায়েরা বিলুএসো তবে কলমে শোয়াইব মাহমুদআরো পড়ুনঃ শরৎ আকাশে কলমে বখতিয়ার উদ্দিন